বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:১৫ পূর্বাহ্ন
কাটখাল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও জলসুখা কে.জি.পি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, কাটখালের কৃতি সন্তান, মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ মহোদয়ের পরম প্রিয় কলেজ বন্ধু ও বিশিষ্ঠ শিক্ষানুরাগী। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেবের শ্রদ্ধেয় শ্বশুর, কাটখাল ইউনিয়নের সাবেক ৪বারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব রইছ উদ্দিন আহাম্মদ সাহেবের বড় ভাই, মিঠামইন উপজেলার দলমত নির্বিশেষে সর্বজন স্বীকৃত ও পরম শ্রদ্ধাভাজন ব্যাক্তিত্ব, সহজ সরল সাদা মনের মানুষ, জনাব মোঃ আব্দুর রউফ মাষ্টার সাহেব ২৬ আগস্ট বিকাল ৪.৪৫ মিনিটে তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ২৭ আগষ্ট সকাল ১০ ঘটিকায় কাটখাল ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাযার পূর্বে উনার জীবনের আলোকে সাবেক সহকর্মীবৃন্দ ও এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিগণ স্মৃতিচারণ করেন। বাংলাদেশ সমাচার পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমব্যাদনা প্রকাশ করছি।