নোয়াখালী জেলা প্রতিনিধি : শাহাদাৎ বাবু।
- সোমবার ২৯ আগস্ট, ২০২২ / ১৩৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার প্রতিবাদে আগামী ১০-৯-২০২২ তারিখে নোয়াখালী জেলা শহর মাইজদী দলীয় অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন নোয়াখালী সদর ০৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
তিনি বলেন আমি সিঙ্গাপুরে ছিলাম, আমি আসলে মানসিক কষ্ট পেয়েছি। সাংগঠনিক পদ আমার না থাকলেও আমি নোয়াখালী সদর এবং সুবর্ণরের সাংসদ।
একজন সরকারি দলের সাংসদ হিসেবে আমি চুপ থাকতে পারি না। এর জবাব দেওয়ার জন্য আপনারা সকলে আজকে নিজ দায়িত্বে এখানে এসেছেন, আমি জানি আপনাদের ভেতরেও রক্তক্ষরণ হচ্ছে। কারণ আপনারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন।
প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় বৈঠকের অংশ হিসেবে শনিবার বিকেলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান এর বাড়িতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন সাংসদ একরামুল করিম চৌধুরী এমপি।
একরামুল করিম চৌধুরী এমপি বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তি কর্তৃক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কটুক্তি কোন ভাবেই মেনে নেয়া যায় না। অত্র এলাকার সাংসদ হিসেবে আমি চুপ করে থাকতে পারিনা। তাই আগামী ১০ তারিখ জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বিএনপি’র নৈরাজ্য ও আমাদের নেত্রীকে কটুক্তির বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ সভা ডেকেছি। আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ সমাবেশ করবো। আপনারা যার যার অবস্থান থেকে তৃণমূলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকবেন, আমি আপনাদের এমপি হিসেবে আপনাদেরকে নেতৃত্ব দিব।
জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির উদ্দেশ্যে তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার স্বার্থে কোন আপোষ নাই। ভেদাভেদ ভুলে আমাদের প্রিয় নেত্রীকে কটুক্তির প্রতিবাদে ডাকা প্রতিবাদ সমাবেশে, জেলার আহ্বায়ক কমিটি সহ সকল নেতৃবৃন্দকে উপস্থিত থেকে সমাবেশকে সফল করার আহ্বান জানান তিনি।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান এর সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাসের, জেলা আওয়ামীলীগের সদস্য কাদের মোশারফ মঞ্জুর, জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক বাবু ইমন ভট্ট, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আরমান, নোয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ফখরুল মাহমুদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খালেদ মোশারফ রাজু, ধর্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের নেতা, অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম মাহমুদ, আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, কালাতরাফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত উল্লা সেলিম, এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আলতাফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান, ৬ নং নোয়াখালী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Related