গতকাল ২৯ আগস্ট ২০২২, “ব্যাচ ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ”-এর উদ্যোগে কবি নজরুল সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী মো. আল-আমিনকে ১ লক্ষ টাকা প্রদান করা হয়। উল্লেখ্য, আল-আমিন কিডনি রোগে আক্রান্ত এবং তিনি হাসপাতালে ভর্তি। তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে অনেক টাকার প্রয়োজন যা তার পরিবারের সদস্যদের পক্ষে বহন সম্ভব না।
“ঐক্যবদ্ধ ১৪/১৬ ভালোবেসে এগিয়ে চলো” এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার পাশাপাশি মানবসেবায়ও নিয়োজিত রয়েছে এসএসসি-২০১৪ ও এইচএসসি-২০১৬ ব্যাচের শিক্ষার্থীরা। বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী করে বন্ধুদের বিপদে পাশে দাঁড়ানো লক্ষ্য নিয়ে যাত্রা শুরু এই সংগঠনের। এর ধারাবাহিকতায় এই সংগঠনের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে অসহায় পথশিশুদের খাবার বিতরণ, অসহায় বন্ধুদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা, বৃক্ষরোপণ কর্মসূচিসহ মানবতার কল্যাণে এমন অনেক কর্মসূচি পালন করে আসছে, যাতে করে অসহায় মানুষের মুখে একটু হাসি ফুটানো ও বন্ধুদের বিপদে তাঁদের একটু পাশে দাঁড়ানো যায়। এখানে হাজার হাজার শিক্ষার্থীদের সমন্বয়ে এসব মহতী উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং ভবিষ্যতেও অসহায় ও বন্ধুদের বিপদে পাশে থাকবে বলে জানিয়েছেন এ সংগঠনের শিক্ষার্থীরা।