মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন
আসন্ন রাজশাহী জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু সদস্য পদে প্রার্থীতা ঘোষনা করেছেন। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে ভোটারদের জানান দেন। মতবিনিময় কালে আবুল কালাম আজাদ বাচ্চু সাংবাদিকদের জানান, আসন্ন জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে জেলা পরিষদ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এলাকার উন্নয়ন মূলক কাজ করতে চায়। তিনি আরও জানান, যেহেতু জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হয় ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিদের ভোটে। তাই এলাকার উন্নয়নে এই এলাকার জনপ্রতিনিধিরা আমাকে ভোট দিবে বলে আমি আশাবাদী। আমি জনপ্রতিনিধিদের সাথে আগেও ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আর দল যদি মনে এখানে একক প্রার্থী ঘোষনা করে সেক্ষেত্রে আমি দলীয় সিদ্ধান্তের বাইরে যাবো না। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের দূর্গাপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইনছান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক টুলু, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আবুল বাসার, সাবেক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, পানানগর ইউপি সদস্য সপ্না, দেলুয়াবাড়ী ইউপি সদস্য লাবনী, ইউপি সদস্য আবুল বাসার, মাড়িয়া ইউপি সদস্য আমিনুল ইসলাম, পানানগর ইউপি সদস্য আবুল হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিল আহম্মেদসহ প্রমুখ।