বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৩৭ পূর্বাহ্ন
রাজশাহী পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের মাধ্যমে প্রথম সন্তান জন্মগ্রহণ করেন। মা ও শিশু উভয় সুস্থ আছে।৬ সেপ্টেম্বর মঙ্গলবারে সিজারের মাধ্যমে প্রথম সন্তান জন্ম গ্রহণ করায় রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃআয়েন উদ্দিন এমপি স্বর্ণের চেন উপহার দেন ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় এমপি আয়েন উদ্দিন বলেন,পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক ও কর্মচারী অভিনন্দন জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণত গ্রামের অসহায় গরিব মানুষেরা চিকিৎসা নিতে আসে। তাদের প্রতি ভালো আচরণ করে সুচিকিৎসা দেওয়ার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা লাক্সমি চাকমা,পবা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া,হুজুরি পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মুস্তফা,পবা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সহ নেতৃবৃন্দ।