বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১২:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন নিজামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি এলজি এবং ২ রাউন্ড গুলি উদ্ধারসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় ও অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/১২;৩০পিএম