মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
কুমিল্লা মহানগর ধর্মপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মাসুদুর রহমান (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
৬সেপ্টম্বের (মঙ্গলবার) দুপুরে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার মাসুদুর রহমান কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মাসুদুর রহমানকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে এসেছিলেন মাসুদুর।
তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।