বিনা আক্তার রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
- মঙ্গলবার ৬ সেপ্টেম্বর, ২০২২ / ১০৩
নরসিংদীর রায়পুরার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাত হোসেন এর বদলী জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে রায়পুরা প্রেস ক্লাব।
মঙ্গলবার বেলা ৪টায় প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রেস ক্লাবের সভাপতি মো মোস্তফা খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআজগর হোসেন, প্রধান আলোচক রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআজিজুর রহমান।
সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, উপদেষ্টা মুসলেমউদ্দীন বাচ্চু, মহসিন খোন্দকার,সহ সভাপতি ফরিদ উদ্দিন,মাজেদুল ইসলাম, রফিকুল ইসলাম, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ রেজাউল করিম শাহিন,দপ্তর সম্পাদক সালেক আহাম্মেদ পলাশ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ।
পরে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মানা স্মারক তুলেদেন।
উল্লেখ্য যে, ২০২১ সালের ২৫ জুলাই ওই পদে যোগদানের পর হতে উপজেলার দায়িত্ব পালন কালে সকলের কাছেই একজন প্রিয় কর্মকর্তা হিসাবে পরিচিতি পেয়েছেন। সম্প্রতি নারায়নগঞ্জের ফতুল্লায় তিনি বদলী হয়ে যোগদান করবেন।
Related