আসাদুজ্জামান লালাপুর প্রতিনিধি
- বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর, ২০২২ / ৬২
লালপুরে ঈশ্বরদী ইউনিয়নের ভাদুর বটতলায় ডোবার পানিতে ডুবে মামাতো ও ফুফাতো দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ই সেপ্টেম্বর) দুপুরে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাদুবটতলা গ্রামের শিপন আলীর মেয়ে শিমলা( ৪) ও লিখন ইসলামের ছেলে ময়িন (৫) দুই শিশু বাড়ির পাশে খেলতে গিয়ে এক পর্যায়ে ডোবার পানিতে পড়ে মৃত্য বরণ করে।
স্থানীয় সুত্রে জানা যায়, আনুমানিক দুপুর ১ টার দিকে তাদের খাবার খাওয়ানোর জন্য ডাকাডাকি করে না পেলে তাদের মা বাড়ির পাশে খোঁজাখুঁজি করতে গেলে তাদের বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয় এলাকাবাসীরা এসে সেখান থেকে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Related