শুক্রবার, ২৭ মে ২০২২, ১০:০৭ পূর্বাহ্ন
গতকাল রবিবার ২৩ জানুয়ারি রাত ৮ঃ০৫ মিনিটের সময় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক কৃত আসামী মোঃ নাছিবুর রহমান ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানাধীন গোয়াল চামুর এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।
র্যাব-৭, এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন এলাকায় একটি বিশেষ চেকপোস্ট মাধ্যমে একটি যাত্রীবাহী বাসকে তল্লাশী করে একজন কে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ট্রলিব্যাগের ভিতরে ল্যাপটপ, ল্যাপটপের চার্জার ও পাওয়ার ব্যাংকের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩,৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৮৯ হাজার টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মানবাধিকার কর্মী পরিচয়ের আড়ালে ল্যাপটপ, ল্যাপটপের চার্জার ও পাওয়ার ব্যাংকের ভিতরে বিশেষ কৌশলে কক্সবাজার থেকে আনায়ন করে পরবর্তীতে তা ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/১ঃ৪০পিএম