গত রবিবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর উদ্যোগে নগরীর মেছুয়া বাজারসহ বিভিন্ন কাঁচাবাজারে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে মেছুয়া বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা ইত্যাদি অভিযোগে “কৃষি পণ্য বিপনন আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারা অনুসারে বিভিন্ন ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক অর্থদণ্ড প্রদান করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এবং জনসাধারণের ভোগাম্তি লাঘবে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।