মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৪০ অপরাহ্ন
ভারতে ইলেকট্রিক স্কুটারের একটি শো রুমে আগুন লেগে আট জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়েছে, সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে একটি ইলেকট্রিক স্কুটারের শো রুমে আগুন লাগে। পরে তা রেস্তোঁরা ও ভবনে ছড়িয়ে পড়ে।
এদিকে, এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রূপি ও আহতদের ৫০ হাজার রূপি দেওয়ার ঘোষণা দেন।