স্টাফ রিপোর্টার টাঙ্গাইল, হারুন অর রশিদ
- মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর, ২০২২ / ৮৭
আসন্ন টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আয়নাল হক। তিনি টাঙ্গাইলের ৬নং ওয়ার্ড(কালিহাতী) থেকে মনোনয়নপত্র জমা দেন। সোমবার(১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসে সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসানের নিকট এ মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র নুরন্নবী সরকার, দশকিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ মালেক ভুঁইয়া, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ,পারখী ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, কোকডহরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জি: কাইয়ুম বিপ্লব, বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান খান ফরিদ,আওয়ামী লীগ নেতা খন্দকার আব্দুল মাতিন, নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান আলাউদ্দিন আলী, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
জেলা পরিষদের সদস্য প্রার্থী মো. আয়নাল হক বলেন, টাঙ্গাইল জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের(কালিহাতী) অবহেলিত মানুষের ভাগ্যপরিবর্তনের লক্ষ্যে এবং এলাকাবাসির কাঙ্খিত স্বপ্ন পুরণ করার ব্রত নিয়ে সদস্য পদে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন বলে আশাবাত ব্যাক্ত করেন। তিনি আরও বলেন, জনগন আমাকে ভালবাসে সেই ভালবাসা এবং এলাকাবাসীর ইচ্ছে ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, এ নির্বাচনে প্রার্থীদের মনোয়নপত্র জমা দেওয়ার শেষদিন ১৫ সেপ্টেম্বর,যাচাই-বাচাই ১৮ সেপ্টেম্বর, প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং নির্বাচন ভোট গ্রহন ১৭ অক্টোবর।
উল্লেখ্য, টাঙ্গাইলের ৬নং ওয়ার্ডে(কালিহাতী) নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ), মহিলা ভাইস চেয়ারম্যানসহ ২টি পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং ১৩টি ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যরা(মেম্বার) ভোট প্রদান করবেন।
Related