বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন
রোদ-বৃষ্টির লুকোচুরিতে সোমবার বাংলাদেশ দলের ক্যাম্প হলেও আজ মঙ্গলবার বৃষ্টির বাগড়ায় সব পণ্ড। দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের পরীক্ষা-নিরীক্ষার এই ক্যাম্পের দ্বিতীয় দিনের ম্যাচ সিনারিও অনুশীলন বাতিল করা হয়েছে।
ক্রিকেটাররা ফিরেছেন জিমে। সেখানেই ক্যাম্পে ডাকা ক্রিকেটারদের নিয়ে থিওরিটিক্যাল ক্লাস নেবেন শ্রীরাম। এছাড়া বেশ কিছু ক্রিকেটার নিজেদের প্রস্তুতি সারতে যাবেন ইনডোরে। সেখানে যে যার মতো করে অনুশীলন করবেন। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
তারপরও যেভাবে ক্রিকেটাররা নিজেদের মনোযোগ স্থির রেখে অনুশীলন চালিয়ে গেছেন, তাতে খুশি খালেদ মাহমুদ। কিন্তু আজ স্কিল ট্রেনিংয়ের সুযোগই পেলেন না ক্রিকেটাররা। ১৫ সেপ্টেম্বরের ভেতরে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে। দল প্রায় চূড়ান্ত হয়ে গেলেও দুই-একটি জায়গা নিয়েই আলোচনা চলছে। বুধবার শেষ দিনের ক্যাম্পেই হয়তো শ্রীরাম নিজের পছন্দ বেছে নেবেন।