বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৪৯ পূর্বাহ্ন
টেলিভিশনের সবচেয়ে বিতর্কিত শো বিগ বস-১৬-এর নতুন সিজন শিগগিরই আসতে চলেছে। সালমান খান সঞ্চালিত এই শোয়ে প্রতি বছরই আলাদা আলাদা আকর্ষণ থাকে। বিগ বস নির্মাতারা এই শোয়ের ১৬তম সিজনের বহু-প্রতীক্ষিত টিজার সামনে এনেছে। এই টিজার শেয়ার করে বিগ বস নির্মাতারা লিখেছেন, ‘এই ১৫ বছরে দর্শক প্রতিযোগীদের খেলা দেখেছেন। এবার সময় এসেছে বিগ বসের নিজের খেলার।’
বিগ বস সিজন-১৬ এর সারসংক্ষেপে লেখা হয়েছে, ‘আপনি যদি এক দিন সকালে ঘুম ভেঙে বুঝতে পারেন, যে পৃথিবী উল্টে গেছে? দিনে চাঁদ উঠছে। মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না। ঘড়ির কাঁটা বিপরীতে চলছে। কী যে হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। তখন আপনার সবচেয়ে বড় ভয় হয়ে উঠবে সুখস্মৃতিগুলো, যা কিছু দিন আগের অতীত। সতর্ক থাকুন, সেই নতুন ভোর আসছে। যা ঘটবে, তা কল্পনাও করতে পারছেন না। সিট বেল্ট বেঁধে প্রস্তুত হন। আসছে নতুন বিগ বস। সঞ্চালক সালমান খান।’
শোনা যাচ্ছে- এই বছর বিগ বসের থিম হতে চলেছে অ্যাকুয়াটিক। বিগ বসের প্রতিযোগী এ বছর কারা হচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে বিশ্বস্ত সূত্রের খবর এ বছর বিগ বসে আসতে পারেন শিল্পা শেঠি, তার স্বামী রাজ কুন্দ্রা, মুনাওয়ার ফারুকি, কণিকা মান, আমির খানের ভাই ফয়সাল খান, টুইঙ্কল কাপুর, শিবিন নারাঙ্গ, অর্জুন বিজলানি ও ফর্মানি নাজ। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল- বিগ বসে আসতে পারেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান।