বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৫৬ পূর্বাহ্ন
কক্সবাজারের উখিয়া উপজেলার সদর ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম বিষয়ের উপর পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক জনাব মামুনুর রশিদ মহোদয়,
অদ্য ১২ সেপ্টেম্বর-২০২২ খ্রিঃ দুপুর ১২ ঘটিকার দিকে রাজাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিদর্শন করেন মাননীয় জেলা প্রশাসক, এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান হোসাইন সজীব।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, ইউপি সচিব মৃনাল বড়ুয়া, সকল ওয়ার্ডের ইউপি সদস্য, দফাদার ও গ্রাম পুলিশ সদস্যরা বৃন্দ।
পরিদর্শন শেষে রাজাপালং ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে ভিজিডি কার্ডধারী উপকার ভোগীদের মধ্যে চাউল বিতরণ কার্যক্রমে অংশ গ্রহণ করপন মাননীয় জেলা প্রশাসক মহোদয়।
এর পূর্ব কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়কে পরিদর্শনে আসলেই ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বরণ করে নেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব ও সকল ইউপি সদস্যবৃন্দ।
এছাড়া উখিয়া উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস ও উখিয়া থানা পরিদর্শনের কথাও রয়েছে।