দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬ নং সদর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার সংগল্ন হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করিয়া সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের দিক নির্দেশনায় ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নানে’র নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত মো: ছালামত উল্লাহ সঙ্গীয় ফোর্স সহ যাত্রীবাহী স্টার লাইন স্পেশাল নামক বাস, যাহার রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ব-১৫-৩৭১৩ হইতে B2নং সিট থেকে মাদক ব্যবসায়ী হাজেরা বেগম প্রঃ বৈদ্যনী(৩৫), স্বামী- রফিকুল ইসলাম, পিতা-দুলু হোসেন, মাতা-আনোয়ারা বেগম, সাং-পুরান পল্লান পাড়া, বসির আহম্মদের ভাড়া বাসা, ২নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা (ভাসমান), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার কে ১২/০৯/২২ইং তারিখ রাত ০৪.৩০ ঘটিকার সময় ১ হাজার পিছ ইয়া’বা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করেন। এ সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-১৭ তাং-১২/০৯/২২ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।