মোঃ বাদল মিয়াঃ বেলাব(নরসিংদী) প্রতিনিধি :
- বুধবার ১৪ সেপ্টেম্বর, ২০২২ / ৬৩
জেলা শিশু পুরস্কার ২০২২ প্রতিযোগীতায় দাবা খেলায় চ্যাম্পিয়ান হয়েছে শিশু আয়মান। আয়মান বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের আব্দুলা নগর গ্রামের মোহাম্মদ আবু সাইয়িদ মিয়ার ছেলে ও লাখপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। সোমবার সকাল ১০টায় নরসিংদী সাটিরপাঁড়া কে কে ইস্টিটিউটে ১২জন প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় আয়মান।
আয়মানের পিতা আবু সাইয়িদ জানান,আয়মান ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। সে যখন ৪র্থ শ্রেণীতে পড়ে তখন থেকেই দাবা খেলে সে। এর আগে উপজেলাতেও সে চ্যাম্পিয়ান হয়েছে। বর্তমানে আমার ছেলে আমলাব গ্রামের দাবারম্ন মাসুদ প্রধানের কাছ থেকে দাবা খেলা শিখছে।
আয়মানের ওস্তাত মাসুদ প্রধান জানান, আয়মান বর্তমানে আমার কাছ থেকে সে দাবা খেলা শিখছে। আমার ছাত্র জেলাতে চ্যাম্পিয়ান হওয়ায় আমি অত্যান্ত্ম খুশি। আমি আশা করছি বিভাগীয় পর্যায়েও সে ভাল কিছু করবে।
Related