বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:২০ পূর্বাহ্ন
চন্দনাইশ থানা পুলিশের পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশী সিগারেট, জিআর মামলা সহ মোট ০৫ জনকে গ্রেপ্তার করেছে বলে থানা সূত্রে জানা গেছে। চন্দানইশ থানার ওসি আনোয়ার হোসেন ও এসআই খলিলুর রহমান জানান, থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে জি আর মামলার পরোয়ানা ভুক্ত আরো তিনজনকে গ্রেপ্তার করেন বলে পুলিশ জানান। ধৃত ব্যক্তিরা হচ্ছে মধ্যম হাশিমপুর ঠাকুর দিঘীরপাড় এলাকার মৃত্যু করিম বক্সের পুত্র আব্বাছ উদ্দিন প্রকাশ মনা (৫২), দোহাজারী উল্লাহ পাড়র মৃত্যু মোঃ ফরিদ আহমদের পুত্র নুরে আলম (২৬), দোহাজারী খান বাড়ীর আইয়ুব পুত্র নাঈম(১৯)। ১৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ পৌর সদরস্ত ০১ নং ওয়ার্ডের সড়ক ও জনপথ ভবনের পাশে অভিযান চালিয়ে অবৈধ বিদেশী চার হাজার পিস সিগারেট চোরাচালানের মাধ্যমে পাচারকালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ফকির পাড়া আব্দুর রহমানের পুত্র মোঃ হাসান উদ্দিন(৩৩)। তাছাড়া একই স্থানে এক ঘন্টার ব্যবধানে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম গামী এক শ্যামলী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে যাত্রী বেশে অবৈধ এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে কুমিল্লাহর দেবীদার থানার জাফরগঞ্জ ইউনিয়নের মৃত্যু গোলাম মোস্তাফার পুত্র সরকার (২৮) কে গ্রেপ্তার করেন।