মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৩৩ অপরাহ্ন
অভিযোগ উঠেছে চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন (২ নং)
বড়উঠান ইউনিয়ন ফাজিল খার হাট শেখ ইউসুফ তালুকদারের বাড়ি।দীর্ঘদিন যাবত সরকারি রাস্তা দখল করে রেখেছেন শেখ ফারুক নামের একব্যক্তি। যাতায়াতের নানান সমস্যা ভেতর দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা এস এম ওবায়দুলাহ,
গত ০৯ সেপ্টেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলা ভূমি কর্মকর্তা পিযুষ কুমার সরজমিনে দেখার নির্দেশ দেন। সহকারী ভূমি কর্মকর্তা তৌহিদুর ইসলাম কে।
ভূমি কর্মকর্তা তৌহিদুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে দেখতেপান সরকারি সিট অনুযায়ী রাস্তা অন্য জনের দখলে। যাতায়াতের সমস্যা তৈরি করে রেখেছেন শেখ ফারুক নামের এক ব্যক্তি।
ভূমি কর্মকর্তা তৌহিদুর ইসলাম সরেজমিনে গিয়ে দেখতে পান রাস্তার টি দুপাশ থেকে বন্ধ করে রাখা হয়।এলাকায় স্থানীয় লোকজন কে সঙ্গে নিয়ে
তৎক্ষানিক ব্যবস্থা গ্রহন করেন।নিজের হাতে দখলকৃত রাস্তাটি দুপাশ থেকে ঘিরে দেওয়া টিন সেট খুলে দেওয়া হয়।
ভূমি কর্মকর্তা তৌহিদুর ইসলাম, জানান।রাস্তাটি দীর্ঘদিন যাবত বন্ধ করে রাখা হয়। আমরা যখন সরেজমিনে সাধারণ জনগনের জন্য রাস্তা টি খুলে দেওয়ার জন্য অনুরোধ করি।একটি পক্ষ এসে আমাদের কে বাঁধা গস্ত করেন।এক পর্যায়ে শেখ ফারুক তার সন্ত্রাসী বাহিনী সবাই মিলে বিভিন্ন রকম হুমকি পর্দশন করেন।
স্থানীয় বাসিন্দা এস এম ওবায়দুল্লাহ কাজ থেকে জানতে চাইলে তিনি বলেন। সরকারি রাস্তার উপর নিজের বিল্ডিং হওয়াতে নিজ দায়িত্বে মিস্ত্রি দিয়ে ভেঙ্গে ফেলা হয়।দেয়ালের ভাঙ্গাকৃত ইট পাথর গুলো সরকারি রাস্তার উপর আমার মিস্ত্রিরা ফেলতে গেলে অকত্য ভাষায় গালিগালাজ করেন শেখ ফারুক।বিল্ডিংয়ে সামনে অংশের কাজ শেষ করে মিস্তিরা স্থান ত্যাগ করলে। সাথে সাথে শেখ ফারুক ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দুপাশ থেকে টিনের সিট দিয়ে বন্ধ করে দেওয়া হয়।
এবিষয়ে স্থানীয় লোকজনের কাজ থেকে জানতে চাইলে তারা বলেন।দীর্ঘ দিন যাবত ধরে জনগণের চলাচলের রাস্তাটি দখল করে রাখেন শেখ ফারুক নামে এ ব্যক্তি।শুধু মাত্র প্রতিবেশী যারা রয়েছেন তাদের চলাচল বাধা গস্ত করার জন্য।যারা স্থানীয় বাড়িঘর করেছেন তারা যেনো বাড়ি ভিটা বিক্রি করে চলে যায়। ঘটনা সূত্রে আরো জানা যায় শেখ ফারুক পাশের একটা মাদ্রাসার পরিচালক।
এস এম ওবায়দুল্লাহ আরোও জানান।আমি একজন ব্যবসায়ীক আমি ঢাকা শহরে বসবাস করি।মাঝে মধ্যে আমি আমার নিজ বাড়িতে আসলে একটি
মহল সব সময় আমাকে নজরের উপর রাখেন।আমি রাস্তায় বের হলে অকত্য ভাষায় গালিগালাজ করেন।বেশ কয়েক বার সরাসরি হামলা ও চালায়।
আমি প্রাণে বেঁচে গেলেও এরা আমাকে জানে মেরে ফেরার হুমকি দিয়ে থাকেন।এবং আমি মানসিক নির্যাতনের ভেতর দিন কাটাচ্ছি।আমার বাড়ি ভিটার থেকে আমাকে উচ্ছেদ করার পায়তারা করে যাচ্ছেন। শেখ ফারুক ও তার সহপাঠী, আমার পরিবার কে হুমকি দুমকি দিয়ে থাকেন, পাশাপাশি আমার স্ত্রী উপর হামলা করে ও শান্ত হননি। আমার বড় মেয়ের উপর ও বোনের উপর হামলা করেছেন শেখ ফারুকের সন্ত্রাসী বাহিনীরা।এবিষয়ে আমি থানায় বেশ কয়েকবার মামলা ও করেছি কিন্তু কোনো বিচার পাইনি।
এ ঘটনা সূত্রে আরো জানাযায়।বেশ কিছুদিন আগে আমার স্ত্রী নগ্ন ভিডিও আছে বলে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল দিয়ে মোটা অংকের টাকাও চাওয়া হয়।তাদের কথা না শুনলে ভিডিও ভাইরাল করে দেওয়া হবে বলে জানান।অন্য দিকে একটি ফেইসবুক আইডি থেকে আমার মেয়ের নামে আজেবাজে মন্তব্য করে থাকেন।Tulip Siddiqui এ আইডি থেকে পোস্ট করে বলা হয়, শেখ ইউসুফ নামের ব্যক্তির সাথে আমার মেয়ে বিবাহ ঠিক হতে যাচ্ছে এমন মন্তব্য করেন। এবিষয়ে আমি ০১-০৯-২০২২ ইংরেজি স্থানীয় কর্ণফুলী থানাধীন একটা অভিযোগ করি।কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সরকারি রাস্তার দখলের বিষয়ের কর্ণফুলী উপজেলা ভূমি কর্মকর্তা পিযুষ কুমার কাজ থেকে জানতে চাইলে তিনি বলেন। সরকারি রাস্তা কেউ দখল করে রাখতে পারবে না।এবং কে বা কারা সরকারি রাস্তা দখল করে রেখেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান