ঢাকা | বঙ্গাব্দ

জয় দিয়ে অজিদের বিশ্বকাপ মিশন শুরু

  • আপলোড তারিখঃ 06-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 254185 জন
জয় দিয়ে অজিদের বিশ্বকাপ মিশন শুরু ছবির ক্যাপশন: বার্বাডোজের ব্রিজটাউনে ওমানকে ৩৯ রানে হারিয়েছে অজিরা। ছবি: সংগৃহীত
ad728

ক্রিকেট বিশ্বের অন্যতম বড় পরাশক্তি অস্ট্রেলিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া চলতি টি-২০ বিশ্বকাপে তারা এসেছে শিরোপার অন্যতম বড় দাবিদার হয়েই। বিশ্বকাপের শুরুটাও তারা ফেভারিটের মতোই করল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে সহজেই হারিয়ে শুভসূচনা করেছে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (০৬ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে ওমানকে ৩৯ রানে হারিয়েছে অজিরা। টস হেরে প্রথমে ব্যাট করে মার্কাস স্টয়নিস ও ডেভিড ওয়ার্নারের ফিফটিতে ৫ উইকেটে ১৬৪ রান করে অজিরা। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান পর্যন্ত করতে পারে ওমান। অজিদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন মার্কাস স্টয়নিস।

বর্তমান টি-টোয়েন্টির প্রেক্ষাপটে ১৬৫ খুব বেশি বড় লক্ষ্য না। তবে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এই রান তাড়া করে জেতা কঠিন। এই বিষয়টি ওমান খুব ভালোভাবেই বুঝেছে এই ম্যাচে। তবে স্টার্ক, হ্যাজেলউড ও জাম্পার মতো বোলিং লাইনআপের সঙ্গে লড়াই করেই হেরেছে তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স