ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির নেতৃত্বে বন্ধু-প্রতিম নেপাল ও ভুটানের বিচারপতির শ্রদ্ধা

  • আপলোড তারিখঃ 08-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 39232 জন
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির নেতৃত্বে বন্ধু-প্রতিম নেপাল ও ভুটানের বিচারপতির শ্রদ্ধা ছবির ক্যাপশন: বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির নেতৃত্বে বন্ধু-প্রতিম নেপাল ও ভুটানের বিচারপতির শ্রদ্ধা ।
ad728
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা এবং ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি। 

শুক্রবার (০৭ জুন) সকাল সাড়ে ১০ টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সফরকারী নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটান হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বিচারকগণ এসময় বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে '৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, '৭১ -এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে তারা অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সমাধিসৌধ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নওয়াব আলী।

এসময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হায়দার আলী খন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল শেখ, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান সহ গোপালগঞ্জ বিচার বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে বিচারপতিগণ বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আজ শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়