নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি রোববার (৯ জুন) নীল আর সবুজ রঙে আবৃত্ত থাকবে। আর এই মাঠে টি-২০ বিশ্বকাপের ১৯তম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
৩৬ হাজার সৌভাগ্যবান ক্রিকেট ভক্ত, যারা এ ম্যাচে সোনার হরিণ টিকিট পেয়েছেন তারা স্টেডিয়ামে বসে খেলা দেখবে। কিন্তু বিশ্বের কোটি কোটি সমর্থকদের ভরসা টেলিভিশন, মোবাইল আর ট্যাব।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ম্যাচে ফেবারিট ভারত। বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় তারা। অন্যদিকে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান।