ঢাকা | বঙ্গাব্দ

সবাইকে অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হতে হবে -রাজউক চেয়ারম্যান

  • আপলোড তারিখঃ 10-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 38400 জন
সবাইকে অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হতে হবে -রাজউক চেয়ারম্যান ছবির ক্যাপশন: রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.)।
ad728

মো. বেল্লাল হাওলাদার, স্টাফ রিপোর্টার 



রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজনে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, অগ্নি নির্বাপন ও প্রায়োগিক মহড়া বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১০ জুন) সকাল ৯টায় রাজউকের অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালায় রাজউকের সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম (এস্টেট ও ভূমি)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.)।


প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান আগত সকল অতিথি ও কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে স্বাগত জানিয়ে বলেন, ‘বর্তমান সময়ে অগ্নি নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে সমগ্র দেশে ব্যাপক শিল্পায়ন ও নগরায়নের সাথে সাথে অগ্নিকাণ্ড এবং অগ্নি দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। তন্মধ্যে রাজধানী ঢাকা শহরে অগ্নি দুর্ঘটনার সংখ্যা দেশের অন্য যে কোন এলাকার চেয়ে বেশি। অগ্নি দুর্ঘটনায় স্বল্প সময়ের মধ্যে ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের সবাইকে অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হতে হবে। ভবন মালিকগণ ইমারত তৈরি করেন কিন্তু যথাযথ পরিবীক্ষণ ও রক্ষণাবেক্ষণের ব্যাপারে সচেতন থাকেন না। তারা ব্যয়বহুল বহুতল ভবন নির্মাণ করেন‌ কিন্তু অগ্নি-নিরাপত্তার বিষয়ে উদাসীন থাকেন। বেশীর ভাগ অগ্নি-দুর্ঘটনা অন্যতম প্রধান কারণ আমাদের গাফিলতি।


রাজউক চেয়ারম্যান অগ্নি-নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে সচেনতা বৃদ্ধিতে জোর দিয়ে আরো বলেন, ‘বিভিন্ন সংস্থা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে রাজউককে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভবন মালিকদের সচেতন করতে হবে। বাসা-বাড়িতে গৃহিণীদের অগ্নি-দুর্ঘটনা ও দুর্ঘটনা মোকাবেলায় সচেতন করতে হবে। মনে রাখতে হবে, Safety is important এবং Fire safety এর পাশাপাশি অন্যান্য বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।”


স্বাগত বক্তব্যে মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সদস্য (উন্নয়ন) বলেন, অগ্নি দুর্ঘটনাগুলো জীবনের সাথে সম্পর্কিত। সাম্প্রতিক সময়ে চকবাজার, নিমতলী, বেইলী রোড-সহ অন্যান্য দুর্ঘটনায় ব্যাপক জীবন ও সম্পদের হানি হয়েছে। অগ্নি দুর্ঘটনায় আগুনে প্রাণহানি হলেও, উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ঘটে দম বন্ধ হয়। রাজউক যেহেতু উন্নয়ন নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে, তাই আমাদের অগ্নি দুর্ঘটনা নিয়ে কাজ করতে হবে। এছাড়াও, ইমারত বিধিমালায় এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে যথাযথ ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি অগ্নি দুর্ঘটনার সম্মুখীন হলে করণীয় সর্ম্পকে অবগত হয়ে নিজের পরিবারের ও আশেপাশের মানুষের সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করব।’


রাজউক অডিটোরিয়ামে টেকনিক্যাল সেশন সমাপ্তির পর প্রধান কার্যালয়ের মূল ভবনের সম্মুখভাবে অবস্থিত প্রাঙ্গণে অগ্নি নির্বাপন বিষয়ক প্রায়োগিক মহড়া অনুষ্ঠিত হয়। রাজউক-এর প্রধান কার্যালয়, বিভিন্ন জোনাল অফিস ও অফিসার্স/স্টাফ কোয়ার্টারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা প্রহরী এবং আনসার বাহিনীর সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মহড়া অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলে সকলে অনুভূতি ব্যক্ত করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন মোঃ মমিন উদ্দিন, পরিচালক (প্রশাসন), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা।


উক্ত কর্মশালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন আলোচক হিসেবে সেশন পরিচালনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সদস্য (পরিকল্পনা) এবং রাজউকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

আজ শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়