ঢাকা | বঙ্গাব্দ

কোটা সংস্কার আন্দোলনে রাবি শিক্ষার্থীরা, রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

  • আপলোড তারিখঃ 08-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 33462 জন
কোটা সংস্কার আন্দোলনে রাবি শিক্ষার্থীরা, রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছবির ক্যাপশন: .............................................................
ad728

এম এম মামুন,  রাজশাহী  :



কোটা প্রথা বাতিলের দাবিতে রাজশাহীতে গাছের গুড়ি ফেলে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকটি ট্রেন আটকা পরেছে।


সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফ্লাইওভার রেললাইনসহ বিভিন্ন পয়েন্টে আন্দোলন চলছে।
শিক্ষার্থীরা বলছেন, শুধুমাত্র প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাইরে অন্য সব কোটা বাতিলের পক্ষে তারা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা আরও জানান, ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও বৈষম্যমূলক কোটা সংস্কার করতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিক ভোগের সুযোগ এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের হাজারও শিক্ষার্থী অংশ নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আপাতত রাজশাহীর সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আজ শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়