০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

আব্দুল খালেকের বাড়িটিতে লাখো মৌমাছির বসবাস

প্রতিনিধির নাম

মৌচাক থেকে বছরে তিনবার মধু সংগ্রহ করেন বাড়ির মালিক আব্দুল খালেক তা থেকে আয় হয় বছরে প্রায় লাখখানেক টাকা ।

সাটু‌রিয়া উপ‌জেলার বাগবাড়ি শিমুলিয়া গ্রামের মো: আব্দুল খা‌লে‌কের বাড়িটিতে এখন লাখো মৌমাছির বসবাস l একতলা ভবনটির প্রায় চারিদিকেই মৌমাছির চাক ,দে‌খে ম‌নে হয় সেটি যেন একটি মৌমাছির বাগান I

বাড়িটি মৌমাছির মিলনমেলায় পরিণত হয়েছে l এক তলা বা‌ড়ি‌টির ছাদের সিলিং, জানালার কার্নিশ, ভবনের পাশে থাকা ঘ‌রের টি‌নের চালেও রয়েছে মৌমাছির চাক।বা‌ড়ির যে খা‌নে জায়গা পে‌য়ে‌ছে সেখা‌নের বাসা বে‌ধে‌ছে মৌমা‌ছিরা।বাড়িটি এখন এলাকায় মধু বাড়ি নামে প‌রি‌চি‌তি ।মৌমাছির গুনগুন আওয়াজে চারিদিক ভাৱী হয়ে ওঠে lপ্রতিদিনই অনেক মানুষ আব্দুল খালেক মিয়ার বাড়িটিতে মৌমাছিগুলোকে দেখার জন্য আসে l অনেক দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মধ্যে কেউ আসে মধু ক্রয় করার জন্য আবার কেউ আসে তা নিজে চোকে দেখাৱ জন্য l
বাড়ির মালিক খালেক মিয়া বলে গত পাঁচ বছর ধরে এভাবেই বাসা বেঁধে চলেছে লাখো লাখো মৌমাছির দল l তিনি আরো বলেন মৌমাছিগুলো কারো কোনো ক্ষতি করে না ,তারা তাদের নিজের মতো করেই বাসা বেঁধে চলেছে l
ট্যাগস :
আপডেট : ০৪:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
২৯৮ বার পড়া হয়েছে

আব্দুল খালেকের বাড়িটিতে লাখো মৌমাছির বসবাস

আপডেট : ০৪:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২

সাটু‌রিয়া উপ‌জেলার বাগবাড়ি শিমুলিয়া গ্রামের মো: আব্দুল খা‌লে‌কের বাড়িটিতে এখন লাখো মৌমাছির বসবাস l একতলা ভবনটির প্রায় চারিদিকেই মৌমাছির চাক ,দে‌খে ম‌নে হয় সেটি যেন একটি মৌমাছির বাগান I

বাড়িটি মৌমাছির মিলনমেলায় পরিণত হয়েছে l এক তলা বা‌ড়ি‌টির ছাদের সিলিং, জানালার কার্নিশ, ভবনের পাশে থাকা ঘ‌রের টি‌নের চালেও রয়েছে মৌমাছির চাক।বা‌ড়ির যে খা‌নে জায়গা পে‌য়ে‌ছে সেখা‌নের বাসা বে‌ধে‌ছে মৌমা‌ছিরা।বাড়িটি এখন এলাকায় মধু বাড়ি নামে প‌রি‌চি‌তি ।মৌমাছির গুনগুন আওয়াজে চারিদিক ভাৱী হয়ে ওঠে lপ্রতিদিনই অনেক মানুষ আব্দুল খালেক মিয়ার বাড়িটিতে মৌমাছিগুলোকে দেখার জন্য আসে l অনেক দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মধ্যে কেউ আসে মধু ক্রয় করার জন্য আবার কেউ আসে তা নিজে চোকে দেখাৱ জন্য l
বাড়ির মালিক খালেক মিয়া বলে গত পাঁচ বছর ধরে এভাবেই বাসা বেঁধে চলেছে লাখো লাখো মৌমাছির দল l তিনি আরো বলেন মৌমাছিগুলো কারো কোনো ক্ষতি করে না ,তারা তাদের নিজের মতো করেই বাসা বেঁধে চলেছে l