০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৯ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মো. আদীব আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার লক্ষীনারায়ণপুর গাজিপাড়ার রবিউল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৩০) ও দশরশিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে দুলাল মিয়া (৩৫)। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২০ সালের ৪ জুন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরইসলামাবাদ এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় দুইজন পালিয়ে গেলেও ১ কেজি ৯শ গ্রাম হেরোইনসহ আমিরুল ও দুলালকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের নায়েক সুবেদার এন্তাজুল হক বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন।

তিনি আরও বলেন, তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুইজনকে যাবজ্জীবন ও বাকি দুইজনকে মামলা থেকে খালাস দেন।

ট্যাগস :
আপডেট : ১০:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
১৮৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

আপডেট : ১০:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

 

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৯ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মো. আদীব আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার লক্ষীনারায়ণপুর গাজিপাড়ার রবিউল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৩০) ও দশরশিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে দুলাল মিয়া (৩৫)। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২০ সালের ৪ জুন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরইসলামাবাদ এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় দুইজন পালিয়ে গেলেও ১ কেজি ৯শ গ্রাম হেরোইনসহ আমিরুল ও দুলালকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের নায়েক সুবেদার এন্তাজুল হক বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন।

তিনি আরও বলেন, তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুইজনকে যাবজ্জীবন ও বাকি দুইজনকে মামলা থেকে খালাস দেন।