০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

নান্দাইলে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

নান্দাইল প্রতিনিধিঃখাইরুল ইসলাম

 

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল (৩০ আগষ্ট) বুধবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করার পাশপাশি দুই ঘণ্টা সড়কে অবস্থান করে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন চলার সময় পুলিশের এক সদস্য শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।কর্মসূচি চলার সময় ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কের নান্দাইল উপজেলার মুণ্ডলি স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন চলার সময় পুলিশের এক সদস্য শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে মানববন্ধন কর্মসূচি ছেড়ে সড়কে অবস্থান নেন। শত শত

শিক্ষার্থী সড়কে অবস্থান নিলে বেলা ১ঘটিকা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা যেসব দাবি জানিয়েছেন, সেগুলো হচ্ছে বিআরটিএ কর্তৃক নির্ধারিত গতিসীমা মেনে ফিটনেস সম্পন্ন বাস চালানো এবং অভিজ্ঞ ও লাইসেন্স ধারী চালক ছাড়া চালকের সহকারীকে দিয়ে গাড়ি চালানো বন্ধ করা। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় বহন করা। বাস মালিক সমিতির পক্ষ থেকে এসব দাবি পূরণের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় প্রচণ্ড গরমে বাসসহ নানা ধরনের যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। তখন কিছু যাত্রীকে মালপত্র মাথায় নিয়ে হেঁটে আন্দোলনের স্থানটি অতিক্রম করতে দেখা গেছে।

খবর পেয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া, নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ও হাইওয়ে থানার ওসি মোঃশফিউর রহমান বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম আরিফ সেখানে উপস্থিত ছিলেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, পুলিশের কেউ শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেনি।

ট্যাগস :
আপডেট : ১১:৩০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
১৬০ বার পড়া হয়েছে

নান্দাইলে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ১১:৩০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

 

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল (৩০ আগষ্ট) বুধবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করার পাশপাশি দুই ঘণ্টা সড়কে অবস্থান করে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন চলার সময় পুলিশের এক সদস্য শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।কর্মসূচি চলার সময় ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কের নান্দাইল উপজেলার মুণ্ডলি স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন চলার সময় পুলিশের এক সদস্য শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে মানববন্ধন কর্মসূচি ছেড়ে সড়কে অবস্থান নেন। শত শত

শিক্ষার্থী সড়কে অবস্থান নিলে বেলা ১ঘটিকা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা যেসব দাবি জানিয়েছেন, সেগুলো হচ্ছে বিআরটিএ কর্তৃক নির্ধারিত গতিসীমা মেনে ফিটনেস সম্পন্ন বাস চালানো এবং অভিজ্ঞ ও লাইসেন্স ধারী চালক ছাড়া চালকের সহকারীকে দিয়ে গাড়ি চালানো বন্ধ করা। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় বহন করা। বাস মালিক সমিতির পক্ষ থেকে এসব দাবি পূরণের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় প্রচণ্ড গরমে বাসসহ নানা ধরনের যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। তখন কিছু যাত্রীকে মালপত্র মাথায় নিয়ে হেঁটে আন্দোলনের স্থানটি অতিক্রম করতে দেখা গেছে।

খবর পেয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া, নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ও হাইওয়ে থানার ওসি মোঃশফিউর রহমান বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম আরিফ সেখানে উপস্থিত ছিলেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, পুলিশের কেউ শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেনি।