০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

সাতক্ষীরার নলতা তারালী সড়কটির বেহাল দশা চলাচলরত জনতার আর্তনাদ

মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার

 

সাতক্ষীরা জেলার নলতা ইউপির পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী তারালী বাজার,,তবে বছরের পর বছর ধরে নলতা থেকে তারালী গামী রোডটি জরাজীর্ণ অবস্থায় অবতীর্ণ,,রোডের মধ্যে খানাখন্দ পুকুর নদিনালায় পরিনত,,জনপ্রতিনিধিরা দেখেও না দেখার ভান করে বসে আছেন,,এ রোডের সাথে সংশ্লিষ্ট আরো একটি সংযোগ সড়ক সেটির দশাও ভালো নয়,,কাজলার হাটখোলা থেকে শন্যাসির চক বাজার,, প্রতিদিন এ রোডটিতে চলাচল করেন হাজার হাজার জনমানব,,নলতা তারালী শন্যাসিরচক বাজারের এই একটিই রাস্তা যার কোনো বিকল্প রাস্তা নেই।

যারা ভ্যান ইজিবাইক মোটরবাইক ও বিভিন্ন যানবাহন ভাড়া চালিয়ে জিবিকা নির্বাহ করেন তারা অত্যান্ত রিক্স নিয়ে চলাচল করছেন,,রাস্তার মধ্যে কিছু জায়গা আছে যেখানে একটি গাড়ি এলে অপর গাড়িটি দির্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় অধির অপেক্ষায়।

গত কিছুদিন পূর্বে অসহায় ভ্যান চালক এরা প্রত্যেকে পাঁচটাকা করে তাদের নিজস্ব অর্থদিয়ে রাস্তার মধ্যের গর্তগুলো ভরাট করার প্রচেষ্টারত,,তাৎক্ষণিক বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার প্রচেষ্টায় কিছু মন্দ চরিত্রের লোক অসহায় ভ্যান চালকদের চাঁদাবাজ বানানোর পরিকল্পনা মাস্টার প্লান করেছিলেন,,তবে গণমাধ্যম এর কঠোর প্রতিবাদে সেটি করা থেকে ব্যার্থ হন কুচক্রীমহলেরা।

উক্ত রাস্তা সম্পর্কে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী ইখতেকার আহম্মেদ এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,,রাস্তাটার বেহাল দশা খুবই খারাপ অবস্থা আমি গতকালকেও গিয়েছিলাম এ রাস্তায়,,রাস্তাটার বাজেট হয়ে আছে তবে কাজ করছেনা ইন্জিনিয়ার,,আমি কাজ করছেনা বিঁধায় উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছি,,আশাকরি অতিদ্রুত রাস্তার কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

এলাকাবাসীর দাবী রোডটি সংস্কার করন,,এবং জনদুর্ভোগ থেকে বাঁচতে রোডে চলাচলরত জনগনের আকুলআর্তনাদ।

ট্যাগস :
আপডেট : ০৮:১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
১৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার নলতা তারালী সড়কটির বেহাল দশা চলাচলরত জনতার আর্তনাদ

আপডেট : ০৮:১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

 

সাতক্ষীরা জেলার নলতা ইউপির পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী তারালী বাজার,,তবে বছরের পর বছর ধরে নলতা থেকে তারালী গামী রোডটি জরাজীর্ণ অবস্থায় অবতীর্ণ,,রোডের মধ্যে খানাখন্দ পুকুর নদিনালায় পরিনত,,জনপ্রতিনিধিরা দেখেও না দেখার ভান করে বসে আছেন,,এ রোডের সাথে সংশ্লিষ্ট আরো একটি সংযোগ সড়ক সেটির দশাও ভালো নয়,,কাজলার হাটখোলা থেকে শন্যাসির চক বাজার,, প্রতিদিন এ রোডটিতে চলাচল করেন হাজার হাজার জনমানব,,নলতা তারালী শন্যাসিরচক বাজারের এই একটিই রাস্তা যার কোনো বিকল্প রাস্তা নেই।

যারা ভ্যান ইজিবাইক মোটরবাইক ও বিভিন্ন যানবাহন ভাড়া চালিয়ে জিবিকা নির্বাহ করেন তারা অত্যান্ত রিক্স নিয়ে চলাচল করছেন,,রাস্তার মধ্যে কিছু জায়গা আছে যেখানে একটি গাড়ি এলে অপর গাড়িটি দির্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় অধির অপেক্ষায়।

গত কিছুদিন পূর্বে অসহায় ভ্যান চালক এরা প্রত্যেকে পাঁচটাকা করে তাদের নিজস্ব অর্থদিয়ে রাস্তার মধ্যের গর্তগুলো ভরাট করার প্রচেষ্টারত,,তাৎক্ষণিক বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার প্রচেষ্টায় কিছু মন্দ চরিত্রের লোক অসহায় ভ্যান চালকদের চাঁদাবাজ বানানোর পরিকল্পনা মাস্টার প্লান করেছিলেন,,তবে গণমাধ্যম এর কঠোর প্রতিবাদে সেটি করা থেকে ব্যার্থ হন কুচক্রীমহলেরা।

উক্ত রাস্তা সম্পর্কে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী ইখতেকার আহম্মেদ এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,,রাস্তাটার বেহাল দশা খুবই খারাপ অবস্থা আমি গতকালকেও গিয়েছিলাম এ রাস্তায়,,রাস্তাটার বাজেট হয়ে আছে তবে কাজ করছেনা ইন্জিনিয়ার,,আমি কাজ করছেনা বিঁধায় উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছি,,আশাকরি অতিদ্রুত রাস্তার কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

এলাকাবাসীর দাবী রোডটি সংস্কার করন,,এবং জনদুর্ভোগ থেকে বাঁচতে রোডে চলাচলরত জনগনের আকুলআর্তনাদ।