০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

স্বাধীন বাংলা সাহিত্য‌ পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

স্বাধীন বাংলা সাহিত্য‌ পরিষদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণিজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়।

১ম পর্বে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি কে এম সফর আলীর সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক অধ্যাপক ইউনুস মোল্লা (কলকাতা) প্রধান আলোচক হিসেবে ছিলেন, এস এম আশিক বিল্লাহ চেয়ারম্যান বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, বিশেষ আলোচক ছিলেন, কবি ও ছড়াকার ফারুক জাহাঙ্গীর, স্বাগতম বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সভাপতি কবি ও ছড়াকার নুরুল হুদা নূরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ আনন্দ দাশ, কবি ও ছড়াকার আতিক হেলালসহ আরো অনেকেই।

২য় পর্বে কবি ও সংগঠক মোহাম্মদ আলমগীর জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির সভাপতি ও বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি ও ছড়াকার আসলাম সানী। প্রধান আলোচক ছিলেন, লেখক, সংগীতজ্ঞ ও গবেষক, প্রাকৃতজ শামীমরুমি টিটন, বিশেষ আলোচক ছিলেন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম মহতাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক টিপু রহমান, মোসলেহ উদ্দিন, ড. আলহাজ্ব শরীফ সাকী, তাহেরা খাতুন, ইশতিয়াক আহমেদ, মুহাম্মদ আমির হোসেন, মোঃ বেল্লাল হাওলাদার, জহিরুল হক বিদ্যুৎ, আব্দুল হাকিমসহ আরো অনেকেই।

অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় সাহিত্যের নানাদিক আলোচনার পাশাপাশি স্বাধীন বাংলা সাহিত্য‌ পরিষদের ভূয়শী প্রশংসা করে বলেন, স্বাধীন বাংলা সাহিত্য‌ সংগঠনটি কবি সাহিত্যিকদের সহযোগীপরায়ণ একটি সংগঠন হিসেবে নবীন-প্রবীণ কবিদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এমন আয়োজন সংগঠনের বিস্তারে ভূমিকা রাখবে এবং সাহিত্যসেবীদের নতুন সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত করবে। এমন আন্তরিক আয়োজনের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবি সফর আলীসহ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাধীন বাংলা সাহিত্য‌ পরিষদের কবি সাহিত্যিকদের আত্মার মেলবন্ধন সৃষ্টির রূপরেখা হিসেবে এগিয়ে চলুক, ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রত্যাশা করে সংস্থা ও সংগঠকদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

দুই পর্বের অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, কবি ও বাচিকশিল্পী জাহানারা রেখা ও আমজাদ শ্রাবণ।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন আগত কবি-সাহিত্যিকরা।

সবশেষে আমন্ত্রিত কবি, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মধ্যে সাহিত্যের পথে হাঁটার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে উৎসাহিত করা হয়। পরে অনুষ্ঠানের সভাপতি কবি ও সংগঠক মোহাম্মদ আলমগীর জুয়েল এর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগস :
আপডেট : ০৯:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
১৩২ বার পড়া হয়েছে

স্বাধীন বাংলা সাহিত্য‌ পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০৯:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

 

স্বাধীন বাংলা সাহিত্য‌ পরিষদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণিজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়।

১ম পর্বে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি কে এম সফর আলীর সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক অধ্যাপক ইউনুস মোল্লা (কলকাতা) প্রধান আলোচক হিসেবে ছিলেন, এস এম আশিক বিল্লাহ চেয়ারম্যান বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, বিশেষ আলোচক ছিলেন, কবি ও ছড়াকার ফারুক জাহাঙ্গীর, স্বাগতম বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সভাপতি কবি ও ছড়াকার নুরুল হুদা নূরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ আনন্দ দাশ, কবি ও ছড়াকার আতিক হেলালসহ আরো অনেকেই।

২য় পর্বে কবি ও সংগঠক মোহাম্মদ আলমগীর জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির সভাপতি ও বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি ও ছড়াকার আসলাম সানী। প্রধান আলোচক ছিলেন, লেখক, সংগীতজ্ঞ ও গবেষক, প্রাকৃতজ শামীমরুমি টিটন, বিশেষ আলোচক ছিলেন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম মহতাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক টিপু রহমান, মোসলেহ উদ্দিন, ড. আলহাজ্ব শরীফ সাকী, তাহেরা খাতুন, ইশতিয়াক আহমেদ, মুহাম্মদ আমির হোসেন, মোঃ বেল্লাল হাওলাদার, জহিরুল হক বিদ্যুৎ, আব্দুল হাকিমসহ আরো অনেকেই।

অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় সাহিত্যের নানাদিক আলোচনার পাশাপাশি স্বাধীন বাংলা সাহিত্য‌ পরিষদের ভূয়শী প্রশংসা করে বলেন, স্বাধীন বাংলা সাহিত্য‌ সংগঠনটি কবি সাহিত্যিকদের সহযোগীপরায়ণ একটি সংগঠন হিসেবে নবীন-প্রবীণ কবিদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এমন আয়োজন সংগঠনের বিস্তারে ভূমিকা রাখবে এবং সাহিত্যসেবীদের নতুন সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত করবে। এমন আন্তরিক আয়োজনের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবি সফর আলীসহ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাধীন বাংলা সাহিত্য‌ পরিষদের কবি সাহিত্যিকদের আত্মার মেলবন্ধন সৃষ্টির রূপরেখা হিসেবে এগিয়ে চলুক, ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রত্যাশা করে সংস্থা ও সংগঠকদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

দুই পর্বের অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, কবি ও বাচিকশিল্পী জাহানারা রেখা ও আমজাদ শ্রাবণ।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন আগত কবি-সাহিত্যিকরা।

সবশেষে আমন্ত্রিত কবি, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মধ্যে সাহিত্যের পথে হাঁটার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে উৎসাহিত করা হয়। পরে অনুষ্ঠানের সভাপতি কবি ও সংগঠক মোহাম্মদ আলমগীর জুয়েল এর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।