০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

৪র্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স: ক্যাশ অফিসার (সহকারী ব্যবস্থাপক-ক্যাশ পদে পদোন্নতিপ্রাপ্ত)

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ)-তে গত ১৭ জুলাই ২০২৩ তারিখে ক্যাশ অফিসার (সহকারী ব্যবস্থাপক-ক্যাশ পদে পদোন্নতিপ্রাপ্ত) পদে যোগদানকৃত কর্মকর্তাদের জন্য ৪র্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন বিবিটিএ-এর নির্বাহী পরিচালক জনাব মোঃ জুলকার নায়েন। বিশেষ অতিথি হিসেবে একাডেমির সম্মানিত রিসোর্স পারসন নির্বাহী পরিচালক (আইসিটিডি) জনাব মোহাম্মদ জাকির হাসান এবং পরিচালক জনাব দীপংকর ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন। এছাড়া প্রোগ্রাম ডিরেক্টর ও বিবিটিএ এর পরিচালক জনাব নাহিদ রহমান এবং চিফ কোর্স কো-অর্ডিনেটরসহ বিবিটিএ এর অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তাগণ এবং ৪র্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিবিটিএ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ২৪ কর্মদিবসের এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে Office Management and HRM of Bangladesh Bank; Accounting; Monetary and Financial System;  Functions of Cash and related Departments বিষয়ক core module এবং IT Security and Awareness, National Integrity Strategy, Innovation in Public Service, Training on First Aid, Security and Disaster Recovery বিষয়ক non-core module সন্নিবেশিত হয়েছে। এছাড়াও প্রশিক্ষণার্থীগণ কোর্স চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও study visit -এ অংশগ্রহণের সুযোগ পাবেন।

ট্যাগস :
আপডেট : ০৫:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
১৯১ বার পড়া হয়েছে

৪র্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স: ক্যাশ অফিসার (সহকারী ব্যবস্থাপক-ক্যাশ পদে পদোন্নতিপ্রাপ্ত)

আপডেট : ০৫:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ)-তে গত ১৭ জুলাই ২০২৩ তারিখে ক্যাশ অফিসার (সহকারী ব্যবস্থাপক-ক্যাশ পদে পদোন্নতিপ্রাপ্ত) পদে যোগদানকৃত কর্মকর্তাদের জন্য ৪র্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন বিবিটিএ-এর নির্বাহী পরিচালক জনাব মোঃ জুলকার নায়েন। বিশেষ অতিথি হিসেবে একাডেমির সম্মানিত রিসোর্স পারসন নির্বাহী পরিচালক (আইসিটিডি) জনাব মোহাম্মদ জাকির হাসান এবং পরিচালক জনাব দীপংকর ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন। এছাড়া প্রোগ্রাম ডিরেক্টর ও বিবিটিএ এর পরিচালক জনাব নাহিদ রহমান এবং চিফ কোর্স কো-অর্ডিনেটরসহ বিবিটিএ এর অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তাগণ এবং ৪র্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিবিটিএ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ২৪ কর্মদিবসের এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে Office Management and HRM of Bangladesh Bank; Accounting; Monetary and Financial System;  Functions of Cash and related Departments বিষয়ক core module এবং IT Security and Awareness, National Integrity Strategy, Innovation in Public Service, Training on First Aid, Security and Disaster Recovery বিষয়ক non-core module সন্নিবেশিত হয়েছে। এছাড়াও প্রশিক্ষণার্থীগণ কোর্স চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও study visit -এ অংশগ্রহণের সুযোগ পাবেন।