০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

ধানমন্ডি সাত মসজিদ রোডে জিগাতলায় যাত্রীবাহী ১টি বাসে আগুন

টাফ রিপোর্টার ফয়সাল আহাম্মেদ

গত ৮ নভেম্বর বুধবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ধানমন্ডির জিগাতলা সাত মসজিদ রোডে এ ঘটনা ঘটে।

জিগাতলায় যাত্রীবাহী বাসটি চলন্ত অবস্থায় বিএনপি ও জামায়াতের দুর্বৃত্তরা বাসটির উপর হামলা করে ভাঙচুর করে আগুন দিয়েছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি ।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম তিনি বলেন, মোহাম্মদপুর থেকে ছেড়ে যাওয়া রমজান পরিবহনে যাত্রী বাহী বাসে বিএনপি ও জামায়াতের দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। মোহাম্মদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে ধানমণ্ডি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন।
এর আগে আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুরান ঢাকার তাঁতীবাজারে সন্ধ্যা ৭টা ১০মিনিটে ও কাকলি এলাকায় রাত ৮টা ১৫ মিনিটে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
তিনি বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

ট্যাগস :
আপডেট : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
৮৫ বার পড়া হয়েছে

ধানমন্ডি সাত মসজিদ রোডে জিগাতলায় যাত্রীবাহী ১টি বাসে আগুন

আপডেট : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

গত ৮ নভেম্বর বুধবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ধানমন্ডির জিগাতলা সাত মসজিদ রোডে এ ঘটনা ঘটে।

জিগাতলায় যাত্রীবাহী বাসটি চলন্ত অবস্থায় বিএনপি ও জামায়াতের দুর্বৃত্তরা বাসটির উপর হামলা করে ভাঙচুর করে আগুন দিয়েছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি ।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম তিনি বলেন, মোহাম্মদপুর থেকে ছেড়ে যাওয়া রমজান পরিবহনে যাত্রী বাহী বাসে বিএনপি ও জামায়াতের দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। মোহাম্মদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে ধানমণ্ডি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন।
এর আগে আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুরান ঢাকার তাঁতীবাজারে সন্ধ্যা ৭টা ১০মিনিটে ও কাকলি এলাকায় রাত ৮টা ১৫ মিনিটে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
তিনি বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।