০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

ঢাকায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৯ হাজারের অধিক পরীক্ষার্থী

তাসদিকুল হাসান, জবি প্রতিনিধি
সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয়টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৯ হাজার ১২৯ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার ৮৩.০৪ শতাংশ। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত জবির কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা শেষে এসব তথ্য জানান জবির বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং গুচ্ছের টেকনিক্যাল কমিটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ। এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও গুচ্ছ পদ্ধতিতে অংশ নেয়া দেশের বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রে একই সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (মূল কেন্দ্র) এবং পাঁচটি উপকেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জবি ক্যাম্পাসে ১২ হাজার ৫৭৯ জনের আসন বিন্যাস সাজানো হলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ হাজার ৮ জন পরীক্ষার্থী।
উপকেন্দ্রগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ হাজার ২৯৬ জনের মধ্যে ২১ হাজার ৩৩৮জন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৩ হাজারের মধ্যে ২ হাজার ৫২৩ জন, সরকারি বাংলা কলেজে ৬ হাজার ৭৪০ জনের মধ্যে ৫ হাজার ৬১১ জন, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৩ হাজারের মধ্যে ২ হাজার ৫৪৫ জন এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৩ হাজার ২০০ জনের মধ্যে ২৬৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন পরীক্ষায়।
উপস্থিতি বিশ্লেষণে দেখা গেছে ভর্তি পরীক্ষায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে সর্বোচ্চ ৮৪.৮৩ শতাংশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৪.৩৫ শতাংশ,বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৮৪.১০ শতাংশ,সরকারি বাংলা কলেজে ৮৩.২৫ শতাংশ,ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৮৩.১৬ শতাংশ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সর্বনিম্ন ৭৯.৫৬ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয় কেন্দ্রে ৫৩ হাজার ৮১৫ জনের আসন বিন্যাস সাজানো হলেও পরীক্ষায় মোট অংশ নিয়েছেন ৪৪ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী।
ট্যাগস :
আপডেট : ১০:৩৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৭ বার পড়া হয়েছে

ঢাকায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৯ হাজারের অধিক পরীক্ষার্থী

আপডেট : ১০:৩৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয়টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৯ হাজার ১২৯ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার ৮৩.০৪ শতাংশ। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত জবির কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা শেষে এসব তথ্য জানান জবির বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং গুচ্ছের টেকনিক্যাল কমিটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ। এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও গুচ্ছ পদ্ধতিতে অংশ নেয়া দেশের বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রে একই সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (মূল কেন্দ্র) এবং পাঁচটি উপকেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জবি ক্যাম্পাসে ১২ হাজার ৫৭৯ জনের আসন বিন্যাস সাজানো হলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ হাজার ৮ জন পরীক্ষার্থী।
উপকেন্দ্রগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ হাজার ২৯৬ জনের মধ্যে ২১ হাজার ৩৩৮জন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৩ হাজারের মধ্যে ২ হাজার ৫২৩ জন, সরকারি বাংলা কলেজে ৬ হাজার ৭৪০ জনের মধ্যে ৫ হাজার ৬১১ জন, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৩ হাজারের মধ্যে ২ হাজার ৫৪৫ জন এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৩ হাজার ২০০ জনের মধ্যে ২৬৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন পরীক্ষায়।
উপস্থিতি বিশ্লেষণে দেখা গেছে ভর্তি পরীক্ষায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে সর্বোচ্চ ৮৪.৮৩ শতাংশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৪.৩৫ শতাংশ,বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৮৪.১০ শতাংশ,সরকারি বাংলা কলেজে ৮৩.২৫ শতাংশ,ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৮৩.১৬ শতাংশ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সর্বনিম্ন ৭৯.৫৬ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয় কেন্দ্রে ৫৩ হাজার ৮১৫ জনের আসন বিন্যাস সাজানো হলেও পরীক্ষায় মোট অংশ নিয়েছেন ৪৪ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী।