০১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

নাটোরে প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড ৫ লক্ষ টাকার ক্ষতি

মো. মাহাবুব হোসেন, নাটোর 
নাটোরের বড়াইগ্রামে ৫ নং মাঝগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মাঝগ্রাম বউ বাজার এলাকায় আদম আলী গাজীর প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রাত আনুমানিক ১টা থেকে  সাড়ে ১টা  মধ্যে এ ঘটনা ঘটেছে।  স্থানীয়   জনগন জানতে পেরে আগুন নিভানোর চেষ্টা করে।আদম আলী গাজির স্ত্রী জানান আমি রাত ১:১০ মিনিটে জানতে পারি আমি এসে দেখি কারখানা আশেপাশে থাকার জনগন পানি দিয়ে নিভাছে।
পরবর্তীতে বনপাড়া ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় জনগন জানান প্লাস্টিক কারখানা আগুন ধারার পড় আশে পাশে বাড়ি মানুষ ডাকাডাকি করেন কিন্তু নদীর ওপারে  চৌসুডাংগা এলাকায় বউ বাজারে  ছেলেরা সাউন্ড বক্সে বাজানো কারনে আশ পাশে থাকা জনগন জানাতে পারে নাই । স্থানীরা জানান সাউন্ড বক্স রাত ১ টা পর্যন্ত বাজিয়েছে তার কারনে জনগনের ডাকাডাকি শব্দ শুনতে পাই নাই।
৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ের সাধারন সম্পাদক বজরুল হক মোল্লা জানান এঘটনা পরিকল্পিত ভাবে ঘটে, আদম এর সাথে কারো কোন দন্ড নাই,আদমের প্রায় ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ৫ নং মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া ডিগ্রী  কলেজের প্রভাষক এম এ আলিম  জানান, আদম কোন দলের সঙ্গে জড়িত নাই, সে একজন গরিব মানুষ, মনে হয় এ ঘটনা পরিকল্পিত ভাবে হয়েছে, তার প্রায় ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার জনগন বলেন আদম পাশে দাঁড়ানো আমাদের সকলের এখন দায়িত্ব।
ট্যাগস :
আপডেট : ০৩:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
১২৭ বার পড়া হয়েছে

নাটোরে প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড ৫ লক্ষ টাকার ক্ষতি

আপডেট : ০৩:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
নাটোরের বড়াইগ্রামে ৫ নং মাঝগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মাঝগ্রাম বউ বাজার এলাকায় আদম আলী গাজীর প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রাত আনুমানিক ১টা থেকে  সাড়ে ১টা  মধ্যে এ ঘটনা ঘটেছে।  স্থানীয়   জনগন জানতে পেরে আগুন নিভানোর চেষ্টা করে।আদম আলী গাজির স্ত্রী জানান আমি রাত ১:১০ মিনিটে জানতে পারি আমি এসে দেখি কারখানা আশেপাশে থাকার জনগন পানি দিয়ে নিভাছে।
পরবর্তীতে বনপাড়া ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় জনগন জানান প্লাস্টিক কারখানা আগুন ধারার পড় আশে পাশে বাড়ি মানুষ ডাকাডাকি করেন কিন্তু নদীর ওপারে  চৌসুডাংগা এলাকায় বউ বাজারে  ছেলেরা সাউন্ড বক্সে বাজানো কারনে আশ পাশে থাকা জনগন জানাতে পারে নাই । স্থানীরা জানান সাউন্ড বক্স রাত ১ টা পর্যন্ত বাজিয়েছে তার কারনে জনগনের ডাকাডাকি শব্দ শুনতে পাই নাই।
৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ের সাধারন সম্পাদক বজরুল হক মোল্লা জানান এঘটনা পরিকল্পিত ভাবে ঘটে, আদম এর সাথে কারো কোন দন্ড নাই,আদমের প্রায় ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ৫ নং মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া ডিগ্রী  কলেজের প্রভাষক এম এ আলিম  জানান, আদম কোন দলের সঙ্গে জড়িত নাই, সে একজন গরিব মানুষ, মনে হয় এ ঘটনা পরিকল্পিত ভাবে হয়েছে, তার প্রায় ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার জনগন বলেন আদম পাশে দাঁড়ানো আমাদের সকলের এখন দায়িত্ব।