০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

প্রিয়তমা

প্রকৌশলী আনোয়ারুল ইসলাম

নিস্তব্ধ রাতের নির্জনতা যখন জেঁকে
বসত আমার অস্তিত্বে,
তখন তুমি কতইনা আবদারে
অস্থির করে তুলতে আমায়!

এইতো সেদিনের কথা চাঁদনী রাতে তুমি আমার পাশে বসে কত কি না বলতে,
তুমি বলতে আচ্ছা বলতো চাঁদ তোমার কেমন লাগে?
আমি বলতাম অনেক সুন্দর,
তুমি বলতে আমার চেয়েও—-
আমি বলতাম চাঁদ চাঁদের মত, আর তুমি আমার আত্মার আকুতির বহিঃপ্রকাশ!!
তুমি হাসতে আর পালিয়ে যেতে চাইতে,
আমি বুকে জড়িয়ে অনর্গল তোমার
আত্মার নিশ্বাস নিতাম!

কতটা রাত কাটিয়ে ভোরের হাওয়ায় স্বার্থপরের মত
তুমি হারিয়ে যেতে!
একদিন তুমি বলেছিলে রাতের আকাশের
তারাগুলো ছুঁতে পারবে?
আমি বলেছিলাম আমি তো সারাদিনই
তারার মাঝে থাকি!
তুমি বলতে এ কেমন কথা বল্লে তুমি
আমি তোমার কপাল ছুঁয়ে বলেছিলাম
এইতো আমার তারা!

একবার বলেছিলে তুমি কি কখনও উত্তাল
সমুদ্রে সাঁতার কেটেছ?
আমি তোমায় বুকে টেনে বলেছিলাম
এইতো আমার সমুদ্র!

জোৎস্না রাতে তুমি রেশমী চুলে ঝলমলিয়ে
ঝলে উঠেছিলে,
আমি নিস্তব্ধ হয়ে তোমার চোখে চোখ রেখে বলেছিলাম কেমন আছ প্রিয় আমার?

এখন তুমি এমন কেন
সবকিছুই কেন এলোমেলো প্রিয়তমা?

ট্যাগস :
আপডেট : ০৬:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
৯৬ বার পড়া হয়েছে

প্রিয়তমা

আপডেট : ০৬:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

নিস্তব্ধ রাতের নির্জনতা যখন জেঁকে
বসত আমার অস্তিত্বে,
তখন তুমি কতইনা আবদারে
অস্থির করে তুলতে আমায়!

এইতো সেদিনের কথা চাঁদনী রাতে তুমি আমার পাশে বসে কত কি না বলতে,
তুমি বলতে আচ্ছা বলতো চাঁদ তোমার কেমন লাগে?
আমি বলতাম অনেক সুন্দর,
তুমি বলতে আমার চেয়েও—-
আমি বলতাম চাঁদ চাঁদের মত, আর তুমি আমার আত্মার আকুতির বহিঃপ্রকাশ!!
তুমি হাসতে আর পালিয়ে যেতে চাইতে,
আমি বুকে জড়িয়ে অনর্গল তোমার
আত্মার নিশ্বাস নিতাম!

কতটা রাত কাটিয়ে ভোরের হাওয়ায় স্বার্থপরের মত
তুমি হারিয়ে যেতে!
একদিন তুমি বলেছিলে রাতের আকাশের
তারাগুলো ছুঁতে পারবে?
আমি বলেছিলাম আমি তো সারাদিনই
তারার মাঝে থাকি!
তুমি বলতে এ কেমন কথা বল্লে তুমি
আমি তোমার কপাল ছুঁয়ে বলেছিলাম
এইতো আমার তারা!

একবার বলেছিলে তুমি কি কখনও উত্তাল
সমুদ্রে সাঁতার কেটেছ?
আমি তোমায় বুকে টেনে বলেছিলাম
এইতো আমার সমুদ্র!

জোৎস্না রাতে তুমি রেশমী চুলে ঝলমলিয়ে
ঝলে উঠেছিলে,
আমি নিস্তব্ধ হয়ে তোমার চোখে চোখ রেখে বলেছিলাম কেমন আছ প্রিয় আমার?

এখন তুমি এমন কেন
সবকিছুই কেন এলোমেলো প্রিয়তমা?