০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

১৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাতান শাড়ী ও চিনি আটক

মোঃ সাজ উদ্দিন, বিশেষ প্রতিনিধি, সিলেট

 

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কাতান শাড়ী ও চিনি আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধকল্পে গোপন সংবাদের ভিত্তিতে গত ০১ জুলাই (শনিবার) আনুমানিক ০২:৩০ ঘটিকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ লালাখাল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার জৈন্তাপুর উপজেলার কাতল রয়েল টিলা নামক স্থানে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের টের পেয়ে চোরাকারবারিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। অভিযানে টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া চটের বস্তা থেকে উন্নতমানের ২৮০ পিস ভারতীয় কাতান শাড়ী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা। এছাড়াও ১-৫ জুলাই পর্যন্ত জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে সর্বমোট ৩২ হাজার ২৫০ কেজি চিনি আটক করে। আটককৃত চিনির সর্বমোট মূল্য ৪২ লক্ষ ২ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি প্রতিবেদককে জানান, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় কাতান শাড়ী ও চিনির সর্বমোট মূল্য ৫৬ লক্ষ ২ হাজার টাকা। আটককৃত ভারতীয় শাড়ী এবং চিনি স্থানীয় শুল্ক অফিসে জমা করা হয়েছে।

ট্যাগস :
আপডেট : ১২:৫৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
২৫৫ বার পড়া হয়েছে

১৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাতান শাড়ী ও চিনি আটক

আপডেট : ১২:৫৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

 

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কাতান শাড়ী ও চিনি আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধকল্পে গোপন সংবাদের ভিত্তিতে গত ০১ জুলাই (শনিবার) আনুমানিক ০২:৩০ ঘটিকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ লালাখাল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার জৈন্তাপুর উপজেলার কাতল রয়েল টিলা নামক স্থানে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের টের পেয়ে চোরাকারবারিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। অভিযানে টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া চটের বস্তা থেকে উন্নতমানের ২৮০ পিস ভারতীয় কাতান শাড়ী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা। এছাড়াও ১-৫ জুলাই পর্যন্ত জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে সর্বমোট ৩২ হাজার ২৫০ কেজি চিনি আটক করে। আটককৃত চিনির সর্বমোট মূল্য ৪২ লক্ষ ২ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি প্রতিবেদককে জানান, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় কাতান শাড়ী ও চিনির সর্বমোট মূল্য ৫৬ লক্ষ ২ হাজার টাকা। আটককৃত ভারতীয় শাড়ী এবং চিনি স্থানীয় শুল্ক অফিসে জমা করা হয়েছে।