০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

এফবিসিসিআই’র সহ-সভাপতি হলেন বিজনেস আইকন যশোদা জীবন দেবনাথ

রানা চৌধুরী

নির্বাচিত পরিচালকদের ভোটে গত ২ আগস্ট এফবিসিসিআইয়ের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি নির্বাচিত হন ডায়নামিক বিজনেস আইকন বাংলাদেশ চেম্বারের প্রতিনিধি যশোদা জীবন দেবনাথ। শুধুমাত্র ব্যবসায়ী নেতা হিসেবে নয় একজন জননেতা হয়েও মানুষের কল্যাণে কাজ করছেন তিনি। জনপ্রিয় এই ব্যবসায়ী নেতা সহ সভাপতির হওয়ায় এফবিসিসিআই, বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশন গ্রুপের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম।
এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আমিন হেলালী।

চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ চেম্বারের প্রতিনিধি যশোদা জীবন দেবনাথ, সুনামগঞ্জ চেম্বারের প্রতিনিধি খায়রুল হুদা চপল এবং গাজীপুর চেম্বারের প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার।

এছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত সহ-সভাপতি হলেন ই কমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি শমী কায়সার, মাইজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাশেদুল হাসান চৌধুরী (রনি) এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মনির হোসেন।

এর আগে, সকাল ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়ে এই নির্বাচন বিকেল ৪টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে ভোটার ছিল ১ হাজার ৯৫৪ জন। ভোটার উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৩৫ শতাংশ। খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৯ জন প্রার্থী। এর মধ্যে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৩ জন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ২৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন।

ট্যাগস :
আপডেট : ০৭:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
২৪০ বার পড়া হয়েছে

এফবিসিসিআই’র সহ-সভাপতি হলেন বিজনেস আইকন যশোদা জীবন দেবনাথ

আপডেট : ০৭:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

নির্বাচিত পরিচালকদের ভোটে গত ২ আগস্ট এফবিসিসিআইয়ের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি নির্বাচিত হন ডায়নামিক বিজনেস আইকন বাংলাদেশ চেম্বারের প্রতিনিধি যশোদা জীবন দেবনাথ। শুধুমাত্র ব্যবসায়ী নেতা হিসেবে নয় একজন জননেতা হয়েও মানুষের কল্যাণে কাজ করছেন তিনি। জনপ্রিয় এই ব্যবসায়ী নেতা সহ সভাপতির হওয়ায় এফবিসিসিআই, বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশন গ্রুপের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম।
এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আমিন হেলালী।

চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ চেম্বারের প্রতিনিধি যশোদা জীবন দেবনাথ, সুনামগঞ্জ চেম্বারের প্রতিনিধি খায়রুল হুদা চপল এবং গাজীপুর চেম্বারের প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার।

এছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত সহ-সভাপতি হলেন ই কমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি শমী কায়সার, মাইজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাশেদুল হাসান চৌধুরী (রনি) এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মনির হোসেন।

এর আগে, সকাল ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়ে এই নির্বাচন বিকেল ৪টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে ভোটার ছিল ১ হাজার ৯৫৪ জন। ভোটার উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৩৫ শতাংশ। খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৯ জন প্রার্থী। এর মধ্যে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৩ জন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ২৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন।