০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

কয়রায় সন্ত্রাসী হামলায় মুক্তি্যোদ্ধার সন্তান আহত

প্রতিনিধির নাম
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৪ নং কয়রা গ্রামের পল্লীমঙ্গল মোড়ে সন্ত্রাসীদের হামলায় মো. বশির আহমেদ নামে এক ব্যক্তি আহত হয়েছেন।  আহত বশির আহমেদ ৪ নং কয়রা নরায়ন ক্যাম্পের (মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার)বীর মুক্তিযোদ্ধা মরুহুম  শামসুর রহমান এর সন্তান। গত ১২ জুন বিকাল আনুমানিক ৪ টার সময় ভ্যান চালক বশির কয়রা বাজার থেকে বাড়ি ফেরার পথে পল্লিমঙ্গল মোড়ে এ ঘটনা ঘটে। আহত বশির এখন জায়গীর মহল হাসপাতালে ভর্তি আছে।
আহত বশির এর চাচা বাসার সানা গণমাধ্যম কর্মীদের জানান, আমার ভাইপো একজন নিরিহ ভ্যানচালক,সে আজ বিকালে তার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ওত পেতে বসে থাকা শহিদুল সানার ছেলে আনরুল( ২১),শহিদুল এর ভ্যাগ্নি হেলাল(২৬),ওমর আলী মিস্ত্রি এর ছেলে আবু হুরাইরা(২২)রড ও হাতুড়ি দিয়ে তার মথায় আঘাত করে। বেধড়ক মারপিটের পর বশির বেহুস হয়ে গেলে তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, তাদের চলাফেরা উচ্ছৃঙ্খল, তারা প্রায় এই ধরনের ঘটনা ঘটায়।এছাড়া তাদের নামে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে।
হামলাকরী আনারুলের পিতা শহিদুল সানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি কোন কিছু জানি না।
ভিকটিমের ভাই রফিকুল বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
ট্যাগস :
আপডেট : ০৩:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
৭৯ বার পড়া হয়েছে

কয়রায় সন্ত্রাসী হামলায় মুক্তি্যোদ্ধার সন্তান আহত

আপডেট : ০৩:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৪ নং কয়রা গ্রামের পল্লীমঙ্গল মোড়ে সন্ত্রাসীদের হামলায় মো. বশির আহমেদ নামে এক ব্যক্তি আহত হয়েছেন।  আহত বশির আহমেদ ৪ নং কয়রা নরায়ন ক্যাম্পের (মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার)বীর মুক্তিযোদ্ধা মরুহুম  শামসুর রহমান এর সন্তান। গত ১২ জুন বিকাল আনুমানিক ৪ টার সময় ভ্যান চালক বশির কয়রা বাজার থেকে বাড়ি ফেরার পথে পল্লিমঙ্গল মোড়ে এ ঘটনা ঘটে। আহত বশির এখন জায়গীর মহল হাসপাতালে ভর্তি আছে।
আহত বশির এর চাচা বাসার সানা গণমাধ্যম কর্মীদের জানান, আমার ভাইপো একজন নিরিহ ভ্যানচালক,সে আজ বিকালে তার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ওত পেতে বসে থাকা শহিদুল সানার ছেলে আনরুল( ২১),শহিদুল এর ভ্যাগ্নি হেলাল(২৬),ওমর আলী মিস্ত্রি এর ছেলে আবু হুরাইরা(২২)রড ও হাতুড়ি দিয়ে তার মথায় আঘাত করে। বেধড়ক মারপিটের পর বশির বেহুস হয়ে গেলে তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, তাদের চলাফেরা উচ্ছৃঙ্খল, তারা প্রায় এই ধরনের ঘটনা ঘটায়।এছাড়া তাদের নামে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে।
হামলাকরী আনারুলের পিতা শহিদুল সানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি কোন কিছু জানি না।
ভিকটিমের ভাই রফিকুল বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।