০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন

প্রতিনিধির নাম
বিদ্যুৎ, কৃষিপন্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম উর্ধ্বমুখীর প্রতিবাদ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, গনতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলামের নেতৃত্বে শহরের সোনার মোড় এলাকায় জেলা বিএনপির একাংশ নেতাকর্মীরা এই মানবন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহীন শওকত। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মবিনুর রহমান মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়দুল পাঠান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আফরোজা হক সূচি, নাচোল থানা বিএনপির আহ্বায়ক আবু তাহের খোকন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব হায়াতউদ্দোলা।
মানববন্ধনে অংশ নেয়, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বক্তারা বলেন, বর্তমানে সাধারণ মানুষের দৈনিক জীবনযাত্রার যে অবস্থা সৃষ্টি হয়েছে, তা সরকার উপলব্ধি করতে পারছে না। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণত মানুষের কথা ভুলে রাজনৈতিক অঙ্গণে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
বিএনপির নেতৃবৃন্দরা বলেন, বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। দ্রব্য মূল্য বেড়ে যাওয়ার কারণে মানুষ কষ্টে আছে। এ সরকারকে এক মিনিটও ক্ষমতায় দেখতে চাই না জনগণ। শুধু তাই নয়, এমনকি এই সরকার মানুষের কথা বলার ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার। এসময় বক্তারা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
ট্যাগস :
আপডেট : ০৫:৪৮:০১ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
১০৩ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন

আপডেট : ০৫:৪৮:০১ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
বিদ্যুৎ, কৃষিপন্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম উর্ধ্বমুখীর প্রতিবাদ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, গনতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলামের নেতৃত্বে শহরের সোনার মোড় এলাকায় জেলা বিএনপির একাংশ নেতাকর্মীরা এই মানবন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহীন শওকত। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মবিনুর রহমান মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়দুল পাঠান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আফরোজা হক সূচি, নাচোল থানা বিএনপির আহ্বায়ক আবু তাহের খোকন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব হায়াতউদ্দোলা।
মানববন্ধনে অংশ নেয়, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বক্তারা বলেন, বর্তমানে সাধারণ মানুষের দৈনিক জীবনযাত্রার যে অবস্থা সৃষ্টি হয়েছে, তা সরকার উপলব্ধি করতে পারছে না। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণত মানুষের কথা ভুলে রাজনৈতিক অঙ্গণে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
বিএনপির নেতৃবৃন্দরা বলেন, বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। দ্রব্য মূল্য বেড়ে যাওয়ার কারণে মানুষ কষ্টে আছে। এ সরকারকে এক মিনিটও ক্ষমতায় দেখতে চাই না জনগণ। শুধু তাই নয়, এমনকি এই সরকার মানুষের কথা বলার ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার। এসময় বক্তারা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।