০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

নিজ উদ্যোগে চারা বিতরণ করলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা এস.এম শাহীন আলম

মোঃ হাসান আলী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলা ৩নং বহলী ইউনিয়ন
দেউজি ইছামতি আশ্রয়ন প্রকল্প – ২ ) ২০টি মাল্টা ২০ সিডলেজ লেবুর চারা বিতরণ করা হয়েছে

বুধবার ( ২১ ফেব্রুয়ারী) সকালে চারা বিতরণ করেন
এস সময় উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মোঃ মনি সেখ

চারাগাছ পেছে খুশি হয়ে আবেগ আপ্লুত হয়ে মোঃ শহিদুল ইসলাম  ও মোছাঃ বেলি বেগম বলেন, আমাদের কৃষি উপসহকারী খুবই ভালোবাসে । আজকে আমাদের ফলের চারা দিলো খুবই ভালো লাগছে। গাছে ফল হলে পরিবারসহ অন্য জনদের  খাওয়াবো।

চারাগাছ বিতরণ প্রসঙ্গে  এস.এম. শাহীন আলম  বলেন,আমাদের আশেপাশে যে পরিমাণ গাছ নিধন হচ্ছে, কিন্তু ওই পরিমাণে গাছ রোপন হচ্ছে না। আমাদের বর্তমানে যে পরিবেশ। ফলের  পুষ্টির চাহিদা পূরণ। আমাদের ও আমাদের ছেলেদের অক্সিজেন দরকার। আমরা সন্তানদের জন‍্য গাড়ি বাড়ি অনেক কিছু করতেছি, কিন্তু তাদের যে মহামূল‍্যবান অক্সিজেন যার মাধ‍্যমে বেঁচে থাকবে সেই অক্সিজেনের ব‍্যবস্থা আমরা করতেছি। এই পেক্ষিতেই আমি প্রত‍্যেকটি পরিবারে দুটি করে ফলে চারাগাছ বিতরণের উদ‍্যোগ নিয়েছি।

ট্যাগস :
আপডেট : ০৬:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
৩৬০ বার পড়া হয়েছে

নিজ উদ্যোগে চারা বিতরণ করলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা এস.এম শাহীন আলম

আপডেট : ০৬:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলা ৩নং বহলী ইউনিয়ন
দেউজি ইছামতি আশ্রয়ন প্রকল্প – ২ ) ২০টি মাল্টা ২০ সিডলেজ লেবুর চারা বিতরণ করা হয়েছে

বুধবার ( ২১ ফেব্রুয়ারী) সকালে চারা বিতরণ করেন
এস সময় উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মোঃ মনি সেখ

চারাগাছ পেছে খুশি হয়ে আবেগ আপ্লুত হয়ে মোঃ শহিদুল ইসলাম  ও মোছাঃ বেলি বেগম বলেন, আমাদের কৃষি উপসহকারী খুবই ভালোবাসে । আজকে আমাদের ফলের চারা দিলো খুবই ভালো লাগছে। গাছে ফল হলে পরিবারসহ অন্য জনদের  খাওয়াবো।

চারাগাছ বিতরণ প্রসঙ্গে  এস.এম. শাহীন আলম  বলেন,আমাদের আশেপাশে যে পরিমাণ গাছ নিধন হচ্ছে, কিন্তু ওই পরিমাণে গাছ রোপন হচ্ছে না। আমাদের বর্তমানে যে পরিবেশ। ফলের  পুষ্টির চাহিদা পূরণ। আমাদের ও আমাদের ছেলেদের অক্সিজেন দরকার। আমরা সন্তানদের জন‍্য গাড়ি বাড়ি অনেক কিছু করতেছি, কিন্তু তাদের যে মহামূল‍্যবান অক্সিজেন যার মাধ‍্যমে বেঁচে থাকবে সেই অক্সিজেনের ব‍্যবস্থা আমরা করতেছি। এই পেক্ষিতেই আমি প্রত‍্যেকটি পরিবারে দুটি করে ফলে চারাগাছ বিতরণের উদ‍্যোগ নিয়েছি।