০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

‍পিরোজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

প্রতিনিধির নাম
পিরোজপুর সদর উপজেলায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষকসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি এলাকায় পিরোজপুর-পাড়েরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হল- ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার নুর মোহাম্মদের ছেলে মো. মাসুম বিল্লাহ (৫২) ও পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক শেখের ছেলে মো. হাসিব শেখ (২৫)। নিহত মাসুম বিল্লাহ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাংগা মোন্তাজিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার পদে কর্মরত ছিলেন। একটি প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য তিনি নিজের মোটর সাইকেল চালিয়ে পিরোজপুর জেলা শহরে আসতেছিলেন। দুর্ঘটনায় আহত নুরু ও আরিফ নামে অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর-পাড়েরহাট সড়কে পিরোজপুর থেকে একটি মোটর সাইকেল পাড়েরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে ইন্দুরকানী থেকে পিরোজপুরের দিকে অপর একটি মোটর সাইকের আসছিল। সকাল ৯টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারে একজন পথচারীকে সাইড দিতে গিয়ে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা দুই মোটর সাইকেলের ৪ জন আরোহীকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া দুইজনের অবস্থা গুরুতর। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :
আপডেট : ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
২১৫ বার পড়া হয়েছে

‍পিরোজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

আপডেট : ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
পিরোজপুর সদর উপজেলায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষকসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি এলাকায় পিরোজপুর-পাড়েরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হল- ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার নুর মোহাম্মদের ছেলে মো. মাসুম বিল্লাহ (৫২) ও পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক শেখের ছেলে মো. হাসিব শেখ (২৫)। নিহত মাসুম বিল্লাহ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাংগা মোন্তাজিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার পদে কর্মরত ছিলেন। একটি প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য তিনি নিজের মোটর সাইকেল চালিয়ে পিরোজপুর জেলা শহরে আসতেছিলেন। দুর্ঘটনায় আহত নুরু ও আরিফ নামে অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর-পাড়েরহাট সড়কে পিরোজপুর থেকে একটি মোটর সাইকেল পাড়েরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে ইন্দুরকানী থেকে পিরোজপুরের দিকে অপর একটি মোটর সাইকের আসছিল। সকাল ৯টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারে একজন পথচারীকে সাইড দিতে গিয়ে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা দুই মোটর সাইকেলের ৪ জন আরোহীকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া দুইজনের অবস্থা গুরুতর। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।