০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

মনোহরদীতে বসতবাড়ীর( উঠান)জমির, জবরদখল নেওয়ার পায়তারা

প্রতিনিধির নাম
নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বসত বাড়ীর( উঠান) জমির জবর দখল নেওয়ার পায়তাড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।  বাদীমোঃআবু ছায়েদ( ৪০)পিতা,রমজান আলী সাং নয়াপাড়া পোঃ খিদিরপুর থানাঃ মনোহরদী জেলা নরসিংদী। তিনি,একজন সহজ সরল পরোপকারী বিশিষ্ট পোলট্রি ব্যাবসায়ী, তিনি তার পৈত্রিক সম্পত্তিতে বিল্ডিং বাড়ি  নির্মান করিয়া,শান্তি পূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করিয়া আসিতেছি। এমতাবস্থায়, তার বাড়ির দরজার সামনে ঘড় থেকে বের হবার রাস্তার জন্য বিবাদী হাদীকুল গং এর বোনেরওয়ারিশ সুত্রে বোনের ছেলে ছালাউদদীনের কাছ থেকে ৩. ৫০ শতাংশ ভূমি ক্রয় করিয়া,নাম জারী করিয়া,ভোগ দখলে আছে বাদী আবু ছায়েদ গং।বর্তমানে উক্ত জমির মালিকানা দাবী করিয়া, বিবাদী গন ১। হাদিকুল ইসলাম (৪৮) ২।আঃ বাতেন (৫০)উভয়ের পিতাঃ আঃমজিদ ৩। মোঃ এমদাদুল হক ( ২৫)পিতামৃতঃ আঃ আউয়াল ৪।আবদুল্লাহ,(২৮)পিতাঃ আঃ বাতেন ৫।  কল্পনা স্বামী, আঃ আব্দুল বাতেন। ৬। শামসুন্নাহার (৪৮)স্বামী মৃত আঃ আউয়াল ৭। হালিমা আক্তার( ৩৫)স্বামী হাদিকুল ইসলাম সর্ব সাং নয়াপাড়া। খিদিরপুর। থানাঃ মনোহরদী, উক্ত বিবাদী গন সকলে মিলিয়া যোগসাজসে, উক্ত জমি ফিরায়ে দেওয়ার জন্য চাগ সৃষ্টি করে। এবং বাদী গন ঘর থেকে বের হলে বিবাদী গন দা,লাঠি রড,ছোড়া নিয়ে দৌড়ে এসে, প্রকাশ্যে প্রাণ নাশের  হুমকি প্রধান করে। এলাকার গ্রামবাসী সুত্রে জানাযায় যে কিছুদিন আগে উক্ত সম্পত্তিকে কেন্দ্র  করে।
উভয় পক্ষের মধ্যে ঝগড়া ও মারামারি  সৃষ্টি হয়, বাদী আবু ছায়েদ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে সু বিচার পাওয়ার আশায় নরসিংদী বিজ্ঞ আদালতে একটি সি,আর,মামলা রুজু করেন। মামলা নং ১৬১/ ২০২৩ ইং মনোহরদী নরসিংদী। উক্ত দখলীয় ভুমির দাগ নংআর,এস,নং ৯৫৯৭, রকম,বাড়ীর দাগ, ১ রাস্তা পরিমান, ১৭.০০শতাংশ কাতে, ১.৪২,শতাংশ। এলাকা বাসীর ভাষ্য মতে জানাযায় যে  উক্ত বিবাদী গন মামলা বাজ,ও সন্ত্রাস প্রকৃতির লোক বটে। তাহাদের বিরুদ্ধে কেহ কথা বলিতে গেলে বিভিন্ন প্রকার মামলায় অভিযুক্ত করবে বলে হুমকি  প্রদান করে। এমতাবস্থায়  বাদীর ঘর থেকে বেড় হওয়া বা চলাচল করা কঠিন হয়ে দাড়িয়েছে। তাই বাদী আবু ছায়েদ তার পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন উক্ত বিষয়াদি সরে জমিনে সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য সু দৃষ্টি কামনা করছেন।
ট্যাগস :
আপডেট : ০৪:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
৭২ বার পড়া হয়েছে

মনোহরদীতে বসতবাড়ীর( উঠান)জমির, জবরদখল নেওয়ার পায়তারা

আপডেট : ০৪:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বসত বাড়ীর( উঠান) জমির জবর দখল নেওয়ার পায়তাড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।  বাদীমোঃআবু ছায়েদ( ৪০)পিতা,রমজান আলী সাং নয়াপাড়া পোঃ খিদিরপুর থানাঃ মনোহরদী জেলা নরসিংদী। তিনি,একজন সহজ সরল পরোপকারী বিশিষ্ট পোলট্রি ব্যাবসায়ী, তিনি তার পৈত্রিক সম্পত্তিতে বিল্ডিং বাড়ি  নির্মান করিয়া,শান্তি পূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করিয়া আসিতেছি। এমতাবস্থায়, তার বাড়ির দরজার সামনে ঘড় থেকে বের হবার রাস্তার জন্য বিবাদী হাদীকুল গং এর বোনেরওয়ারিশ সুত্রে বোনের ছেলে ছালাউদদীনের কাছ থেকে ৩. ৫০ শতাংশ ভূমি ক্রয় করিয়া,নাম জারী করিয়া,ভোগ দখলে আছে বাদী আবু ছায়েদ গং।বর্তমানে উক্ত জমির মালিকানা দাবী করিয়া, বিবাদী গন ১। হাদিকুল ইসলাম (৪৮) ২।আঃ বাতেন (৫০)উভয়ের পিতাঃ আঃমজিদ ৩। মোঃ এমদাদুল হক ( ২৫)পিতামৃতঃ আঃ আউয়াল ৪।আবদুল্লাহ,(২৮)পিতাঃ আঃ বাতেন ৫।  কল্পনা স্বামী, আঃ আব্দুল বাতেন। ৬। শামসুন্নাহার (৪৮)স্বামী মৃত আঃ আউয়াল ৭। হালিমা আক্তার( ৩৫)স্বামী হাদিকুল ইসলাম সর্ব সাং নয়াপাড়া। খিদিরপুর। থানাঃ মনোহরদী, উক্ত বিবাদী গন সকলে মিলিয়া যোগসাজসে, উক্ত জমি ফিরায়ে দেওয়ার জন্য চাগ সৃষ্টি করে। এবং বাদী গন ঘর থেকে বের হলে বিবাদী গন দা,লাঠি রড,ছোড়া নিয়ে দৌড়ে এসে, প্রকাশ্যে প্রাণ নাশের  হুমকি প্রধান করে। এলাকার গ্রামবাসী সুত্রে জানাযায় যে কিছুদিন আগে উক্ত সম্পত্তিকে কেন্দ্র  করে।
উভয় পক্ষের মধ্যে ঝগড়া ও মারামারি  সৃষ্টি হয়, বাদী আবু ছায়েদ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে সু বিচার পাওয়ার আশায় নরসিংদী বিজ্ঞ আদালতে একটি সি,আর,মামলা রুজু করেন। মামলা নং ১৬১/ ২০২৩ ইং মনোহরদী নরসিংদী। উক্ত দখলীয় ভুমির দাগ নংআর,এস,নং ৯৫৯৭, রকম,বাড়ীর দাগ, ১ রাস্তা পরিমান, ১৭.০০শতাংশ কাতে, ১.৪২,শতাংশ। এলাকা বাসীর ভাষ্য মতে জানাযায় যে  উক্ত বিবাদী গন মামলা বাজ,ও সন্ত্রাস প্রকৃতির লোক বটে। তাহাদের বিরুদ্ধে কেহ কথা বলিতে গেলে বিভিন্ন প্রকার মামলায় অভিযুক্ত করবে বলে হুমকি  প্রদান করে। এমতাবস্থায়  বাদীর ঘর থেকে বেড় হওয়া বা চলাচল করা কঠিন হয়ে দাড়িয়েছে। তাই বাদী আবু ছায়েদ তার পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন উক্ত বিষয়াদি সরে জমিনে সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য সু দৃষ্টি কামনা করছেন।