১২:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

রাজধানী ঢাকার বনশ্রীতে অনুষ্ঠিত হলো উদ্যোক্তাদের মেলা

মোকারম হোসেন

আসন্ন শীতকে সামনে রেখে রাজধানীর বনশ্রী এলাকার ব্লক সি-তে অবস্থিত ব্লু অলিভ রেস্টুরেন্টে “শীত” মেলা অনুষ্ঠিত হয়। মেলা ৪ নভেম্বর শুরু হয়ে ৬ নভেম্বর পর্যন্ত আয়োজিত হয়। মেলাটিতে বিভিন্ন উদ্যোক্তারা তাদের পন্য সমূহের স্টল নিয়ে উপস্থিত হন। যার বেশিরভাগ-ই ছিলেন নারী উদ্যোক্তা, অধিকাংশ ব্যাবসায়ীরা অনলাইন ভিত্তিক ব্যাবসা পরিচালনা করে। মেলার ফলে ক্রেতা ও উদ্যোক্তাদের এক মিলনমেলা ঘটে৷ মেলার আয়োজন করেন বিএইচ বিজনেস ক্লাব নামের একটি প্লাটফর্ম।
মেলায় প্রায় ৩০ জনের অধিক উদ্যোক্তা তাদের স্টল দেন। মেলাকে কেন্দ্র যাদের সকলের মাঝেই উদ্দীপনা দেখা গিয়েছে। উদ্যোক্তাদের সুযোগ দিতে এবং ভালো মানের পন্য দিয়ে সাধারণ মানুষদের সেবা দেওয়ার জন্যই এ আয়োজন। আয়োজনটি গত বছর হয়েছিলো, সেই ধারায় এবারও মেলাটি আয়োজিত হয়৷

মেলাটিতে ক্রেতা বিক্রেতার এক মিলনমেলায় রূপান্তর হয়, অংশগ্রহণকারী সকলের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিক্রেতারা বলেন এধরণের আয়োজন এর মাধ্যমে আমাদের পন্য গুলো সরাসরি ক্রেতার সামনে তুলে ধরার সুযোগ পাই যা আমাদের কার্যক্রম পরিচালনা করতে আরোও বেশি উৎসাহ প্রদান করে। সরাসরি দেখে পন্য কিনতে পারায় ক্রেতারাও খুশি। মেলার আয়োজক জান্নাতুল ফেরদৌস জান্নাত বলেন উদ্যোক্তা বিক্রেতাদের উৎসাহ দিতে এবং সঠিক গুনগত মানের পন্য ক্রেতাদের কাছে পৌছে দেয়ার লক্ষ্যেই মেলার আয়োজন, নিয়মিত ভাবে মেলা আয়োজন করার চেষ্টা থাকবে বিএইচ বিজনেস ক্লাবের পক্ষ থেকে।

মেলায় স্টলগুলোতে পাটজাত পণ্য, ব্লক, বাটিক, পুথি এবং কাঠের তৈরী কারুপণ্য, খাদ্যপণ্য, গাছের চারা ও থ্রি পিসসহ প্রায় শতাধিত পণ্যের সমাহার ছিলো।নান্দনিক এসব পণ্য তুলনামূলক কম মূল্যে পেয়ে খুশি ক্রেতা এবং দর্শনার্থীরা।মেলা দেখতে ও কেনাকাটা করতে শত শত নারী-পুরুষ ও শিশুরা আসেন। তাছাড়া মেলাটিকে আরও বেশি জমজমাট করতে সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ব্রান্ড প্রমোটার দের অংশগ্রহণ ছিলো।

ট্যাগস :
আপডেট : ০৩:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
২৩৭ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার বনশ্রীতে অনুষ্ঠিত হলো উদ্যোক্তাদের মেলা

আপডেট : ০৩:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

আসন্ন শীতকে সামনে রেখে রাজধানীর বনশ্রী এলাকার ব্লক সি-তে অবস্থিত ব্লু অলিভ রেস্টুরেন্টে “শীত” মেলা অনুষ্ঠিত হয়। মেলা ৪ নভেম্বর শুরু হয়ে ৬ নভেম্বর পর্যন্ত আয়োজিত হয়। মেলাটিতে বিভিন্ন উদ্যোক্তারা তাদের পন্য সমূহের স্টল নিয়ে উপস্থিত হন। যার বেশিরভাগ-ই ছিলেন নারী উদ্যোক্তা, অধিকাংশ ব্যাবসায়ীরা অনলাইন ভিত্তিক ব্যাবসা পরিচালনা করে। মেলার ফলে ক্রেতা ও উদ্যোক্তাদের এক মিলনমেলা ঘটে৷ মেলার আয়োজন করেন বিএইচ বিজনেস ক্লাব নামের একটি প্লাটফর্ম।
মেলায় প্রায় ৩০ জনের অধিক উদ্যোক্তা তাদের স্টল দেন। মেলাকে কেন্দ্র যাদের সকলের মাঝেই উদ্দীপনা দেখা গিয়েছে। উদ্যোক্তাদের সুযোগ দিতে এবং ভালো মানের পন্য দিয়ে সাধারণ মানুষদের সেবা দেওয়ার জন্যই এ আয়োজন। আয়োজনটি গত বছর হয়েছিলো, সেই ধারায় এবারও মেলাটি আয়োজিত হয়৷

মেলাটিতে ক্রেতা বিক্রেতার এক মিলনমেলায় রূপান্তর হয়, অংশগ্রহণকারী সকলের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিক্রেতারা বলেন এধরণের আয়োজন এর মাধ্যমে আমাদের পন্য গুলো সরাসরি ক্রেতার সামনে তুলে ধরার সুযোগ পাই যা আমাদের কার্যক্রম পরিচালনা করতে আরোও বেশি উৎসাহ প্রদান করে। সরাসরি দেখে পন্য কিনতে পারায় ক্রেতারাও খুশি। মেলার আয়োজক জান্নাতুল ফেরদৌস জান্নাত বলেন উদ্যোক্তা বিক্রেতাদের উৎসাহ দিতে এবং সঠিক গুনগত মানের পন্য ক্রেতাদের কাছে পৌছে দেয়ার লক্ষ্যেই মেলার আয়োজন, নিয়মিত ভাবে মেলা আয়োজন করার চেষ্টা থাকবে বিএইচ বিজনেস ক্লাবের পক্ষ থেকে।

মেলায় স্টলগুলোতে পাটজাত পণ্য, ব্লক, বাটিক, পুথি এবং কাঠের তৈরী কারুপণ্য, খাদ্যপণ্য, গাছের চারা ও থ্রি পিসসহ প্রায় শতাধিত পণ্যের সমাহার ছিলো।নান্দনিক এসব পণ্য তুলনামূলক কম মূল্যে পেয়ে খুশি ক্রেতা এবং দর্শনার্থীরা।মেলা দেখতে ও কেনাকাটা করতে শত শত নারী-পুরুষ ও শিশুরা আসেন। তাছাড়া মেলাটিকে আরও বেশি জমজমাট করতে সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ব্রান্ড প্রমোটার দের অংশগ্রহণ ছিলো।