০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

কলাপাড়ায় সাংবাদিক আলমগীরের উপর সন্ত্রাসী হামলা

মোঃ বেল্লাল হাওলাদার, স্টাফ রিপোর্টার

 

পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ’র সম্পাদক দৈনিক আমাদের কন্ঠ’র উপজেলা প্রতিনিধি এসএম আলমগীর হোসেন (৪০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে পৌর শহরের নাচনাপাড়া কালী মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

আহত সাংবাদিক এসএম আলমগীর হোসেন বলেন, ‘হামলাকারী রাজীব রাঢ়ী বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা। সে বিভিন্ন সময় নেশা করে তার পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাতো। এর প্রতিবাদ করায় সে আমার উপর চড়াও হয় এবং এর রেশ ধরে পূর্বপরিকল্পনা অনুযায়ী আমার চলন্ত মোটরবাইক থামিয়ে রাস্তার পাশ থেকে ইট উঠিয়ে এলোপাথাড়ি হামলা করে। এসময় স্থানীয়রা আমাকে রক্তাক্ত ও জখম অবস্থায় উদ্ধার করে হাসপালাতে ভর্তি করে।’

তবে এ বিষয়ে অভিযুক্ত রাজিব রাঢ়ী’র সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম জানান, আলমগীরের উপর হামলা নিন্দনীয়। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

কলাপাড়া সাংবাদিক ফোরাম’র সভাপতি মোঃ নুরুল আমিন বলেন, ‘এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে হামলাকারীকে শীঘ্রই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, হামলার খবর শুনে খোঁজ নেওয়া হয়েছে এবং রাজিবকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে সাংবাদিক আলমগীরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা।

ট্যাগস :
আপডেট : ০৮:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
১৮৭ বার পড়া হয়েছে

কলাপাড়ায় সাংবাদিক আলমগীরের উপর সন্ত্রাসী হামলা

আপডেট : ০৮:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

 

পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ’র সম্পাদক দৈনিক আমাদের কন্ঠ’র উপজেলা প্রতিনিধি এসএম আলমগীর হোসেন (৪০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে পৌর শহরের নাচনাপাড়া কালী মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

আহত সাংবাদিক এসএম আলমগীর হোসেন বলেন, ‘হামলাকারী রাজীব রাঢ়ী বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা। সে বিভিন্ন সময় নেশা করে তার পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাতো। এর প্রতিবাদ করায় সে আমার উপর চড়াও হয় এবং এর রেশ ধরে পূর্বপরিকল্পনা অনুযায়ী আমার চলন্ত মোটরবাইক থামিয়ে রাস্তার পাশ থেকে ইট উঠিয়ে এলোপাথাড়ি হামলা করে। এসময় স্থানীয়রা আমাকে রক্তাক্ত ও জখম অবস্থায় উদ্ধার করে হাসপালাতে ভর্তি করে।’

তবে এ বিষয়ে অভিযুক্ত রাজিব রাঢ়ী’র সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম জানান, আলমগীরের উপর হামলা নিন্দনীয়। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

কলাপাড়া সাংবাদিক ফোরাম’র সভাপতি মোঃ নুরুল আমিন বলেন, ‘এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে হামলাকারীকে শীঘ্রই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, হামলার খবর শুনে খোঁজ নেওয়া হয়েছে এবং রাজিবকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে সাংবাদিক আলমগীরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা।