০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

যশোরে অবরোধে চলেনি গাড়ি, রেলে ভীড়

প্রতিনিধির নাম
বিএনপি ও সমমনা দলগুলোর তিন দিনের  অবরোধ কর্মসূচি অংশ হিসেবে যশোরে  বিএনপি যশোর-মাগুরা-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করলেও জামায়াতের কোন মিছিল চোখে পড়েনি ৷অন্যদিকে,  অবরোধ বিরোধী কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন মোটরসাইকেলে  তারা শহরের বিভিন্ন সড়কে মহড়া দেয়।
সোমবারে পরিবহন নেতাদের সাথে বৈঠক করে অবরোধে গাড়ি চালানোর অনুরোধ করেন জেলা আওয়ামীলীগের  নেতারা। জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, ইন্টারডিস্ট্রিক বাস সিন্ডিকেট-আইডিবিএস যশোরের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়ার উপস্থিতে তখন পরিবহন নেতারা অবরোধে গাড়ি চালাতে রাজি হলেও সকালে মণিহার , যশোর-খুলনা, যশোর-নড়াইল, যশোর-কেশবপুর, মণিরামপুর, যশোর-কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ অন্যান্য রুটে কোন যাত্রীবাহী বাস চলতে দেখা যায়নি।
ফলে  গন্তব্যে যেতে  বেগ পেতে হচ্ছে যাত্রী সাধারণকে।  বিকল্প হিসেবে ছোট ছোট যানবাহনকে বেছে নিচ্ছে সিএনজি, পিকআপ ও ৷  রেলস্টেশনে ছিল মানুষের ব্যাপক ভিড়।  দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধ থাকায় মানুষ ট্রেনযোগে তাদের গন্তব্যে চলাচল করে।
যশোরের চিত্র ছিল স্বাভাবিক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের মনিহার বাসস্ট্যান্ড, মুড়লীমোড়, চাঁচড়া চেকপোস্ট, পালবাড়িমোড় ও খাজুরা বাসস্ট্যান্ড  শহর ও শহরতলীতে পুলিশের সতর্কাবস্থায় দেখা গেছে ৷
ট্যাগস :
আপডেট : ০৪:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
৮৭ বার পড়া হয়েছে

যশোরে অবরোধে চলেনি গাড়ি, রেলে ভীড়

আপডেট : ০৪:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
বিএনপি ও সমমনা দলগুলোর তিন দিনের  অবরোধ কর্মসূচি অংশ হিসেবে যশোরে  বিএনপি যশোর-মাগুরা-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করলেও জামায়াতের কোন মিছিল চোখে পড়েনি ৷অন্যদিকে,  অবরোধ বিরোধী কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন মোটরসাইকেলে  তারা শহরের বিভিন্ন সড়কে মহড়া দেয়।
সোমবারে পরিবহন নেতাদের সাথে বৈঠক করে অবরোধে গাড়ি চালানোর অনুরোধ করেন জেলা আওয়ামীলীগের  নেতারা। জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, ইন্টারডিস্ট্রিক বাস সিন্ডিকেট-আইডিবিএস যশোরের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়ার উপস্থিতে তখন পরিবহন নেতারা অবরোধে গাড়ি চালাতে রাজি হলেও সকালে মণিহার , যশোর-খুলনা, যশোর-নড়াইল, যশোর-কেশবপুর, মণিরামপুর, যশোর-কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ অন্যান্য রুটে কোন যাত্রীবাহী বাস চলতে দেখা যায়নি।
ফলে  গন্তব্যে যেতে  বেগ পেতে হচ্ছে যাত্রী সাধারণকে।  বিকল্প হিসেবে ছোট ছোট যানবাহনকে বেছে নিচ্ছে সিএনজি, পিকআপ ও ৷  রেলস্টেশনে ছিল মানুষের ব্যাপক ভিড়।  দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধ থাকায় মানুষ ট্রেনযোগে তাদের গন্তব্যে চলাচল করে।
যশোরের চিত্র ছিল স্বাভাবিক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের মনিহার বাসস্ট্যান্ড, মুড়লীমোড়, চাঁচড়া চেকপোস্ট, পালবাড়িমোড় ও খাজুরা বাসস্ট্যান্ড  শহর ও শহরতলীতে পুলিশের সতর্কাবস্থায় দেখা গেছে ৷