০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

শখের বসে শুরু, এখন সফল উদ্দোক্তা জান্নাত শারমিন (সূচনা)

মো. ফারুক মিয়া

সূচনা’র শুভ সূচনা হয়েছিল শখের বসেই। সেই শখ পূরণেই ধীরে ধীরে আর্টিফিসিয়াল ফুলের গহনা, ব্যতিক্রমী গহনা তৈরি করে চলছেন তিনি। প্রবল ইচ্ছা, বুদ্ধি ও শখকে শক্তিতে পরিনত করে অল্প পুঁজি নিয়েই উদ্দোক্তা হয়েছেন। জান্নাত শারমিন (সূচনা) বর্তমান অনলাইনের একটি পরিচিত নাম। সূচনার গ্রুপ পেজটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। পেজ-এর নাম Creativity Queen by Suchona গ্রুপ পেজের ফলোয়ার প্রায় ১১ হাজার ছুঁই ছুঁই। পেজ ফলোয়ার ও ছাড়িয়ে গেছে প্রায় ৬হাজারের ঘরে। এমন সাফল্য অর্জনে সূচনা অনেক খুশি ও আনন্দিত। যদিও শুরুটা এত সওজ ছিল না, তিনি দিনরাত অনেক পরিশ্রম করে বর্তমান অবস্থান তৈরি করতে হয়েছে।

সূচনা জানান, ছোটবেলা থেকেই আর্ট ও ক্রাফটের প্রতি বিশেষ আকর্ষণ ছিল। পড়াশোনার পাশাপাশি আর্টিফিসিয়াল ফুলের গহনা ও গায় হলুদের বিভিন্ন রকম গহনা তৈরি করতেন। বিক্রয়ের একমাত্র মাধ্যমে ছিল অনলাইন। ২০১৯ পর্যন্ত এই শখকে পেশায় নিতে না পারলেও ২০২০ সালে পুরোদমে কাজ শুরু করেন তিনি। মানুষের কাছে আর্টিফিসিয়াল ফুলের গয়নার চাহিদাও বৃদ্ধি পায়। ধীরে ধীরে নারায়ণগঞ্জসহ বাংলাদেশের সকল জেলায় গহনা বিক্রয় করতে শুরু করেন। বর্তমানে বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিদেশেও তার তৈরি গহনা পাড়ি জমাচ্ছে। তাঁর এমন সাফল্য দেখে স্থানীয়’রাও অনেক খুশি।

জান্নাত শারমিন সূচনা সরকারি কদম রসূল কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন ২০২২ ফেব্রুয়ারিতে। বর্তমান তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সোনারগাঁও সরকারি কলেজের ২০২২-২৩ সেশন অনার্স স্নাতক (সম্মান) ম্যানেজমেন্ট বিভাগের মেধাবী ছাত্রী।

উদ্দোক্তা হবার বিষয়ে তিনি বলেন, ব্যবসায় লাভের চেয়ে সন্তষ্টি, সততা বেশি গুরুত্বপূর্ণ। অনেক যত্ন ও সময় নিয়ে পন্য তৈরি করি আমি। শুরুটা আমার চার হাজার টাকা নিয়ে শুরু হয়েছিল। এখন প্রায় ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছি। জান্নাত শারমিন সূচনা প্রমান করলেন নারীরা কোন দিক থেকেই পিছিয়ে থাকার সময় নেই। চেষ্টা থাকলে যে কোন নারীই ব্যবসা বা কর্মক্ষেত্রে সফল হতে পারেন। তার মতে, কেউ যদি শতভাগ সততার সঙ্গে কাজ করে, সাফল্য তার মুঠোবন্দি হতে বাধ্য।

ট্যাগস :
আপডেট : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
১৩৪ বার পড়া হয়েছে

শখের বসে শুরু, এখন সফল উদ্দোক্তা জান্নাত শারমিন (সূচনা)

আপডেট : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩

সূচনা’র শুভ সূচনা হয়েছিল শখের বসেই। সেই শখ পূরণেই ধীরে ধীরে আর্টিফিসিয়াল ফুলের গহনা, ব্যতিক্রমী গহনা তৈরি করে চলছেন তিনি। প্রবল ইচ্ছা, বুদ্ধি ও শখকে শক্তিতে পরিনত করে অল্প পুঁজি নিয়েই উদ্দোক্তা হয়েছেন। জান্নাত শারমিন (সূচনা) বর্তমান অনলাইনের একটি পরিচিত নাম। সূচনার গ্রুপ পেজটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। পেজ-এর নাম Creativity Queen by Suchona গ্রুপ পেজের ফলোয়ার প্রায় ১১ হাজার ছুঁই ছুঁই। পেজ ফলোয়ার ও ছাড়িয়ে গেছে প্রায় ৬হাজারের ঘরে। এমন সাফল্য অর্জনে সূচনা অনেক খুশি ও আনন্দিত। যদিও শুরুটা এত সওজ ছিল না, তিনি দিনরাত অনেক পরিশ্রম করে বর্তমান অবস্থান তৈরি করতে হয়েছে।

সূচনা জানান, ছোটবেলা থেকেই আর্ট ও ক্রাফটের প্রতি বিশেষ আকর্ষণ ছিল। পড়াশোনার পাশাপাশি আর্টিফিসিয়াল ফুলের গহনা ও গায় হলুদের বিভিন্ন রকম গহনা তৈরি করতেন। বিক্রয়ের একমাত্র মাধ্যমে ছিল অনলাইন। ২০১৯ পর্যন্ত এই শখকে পেশায় নিতে না পারলেও ২০২০ সালে পুরোদমে কাজ শুরু করেন তিনি। মানুষের কাছে আর্টিফিসিয়াল ফুলের গয়নার চাহিদাও বৃদ্ধি পায়। ধীরে ধীরে নারায়ণগঞ্জসহ বাংলাদেশের সকল জেলায় গহনা বিক্রয় করতে শুরু করেন। বর্তমানে বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিদেশেও তার তৈরি গহনা পাড়ি জমাচ্ছে। তাঁর এমন সাফল্য দেখে স্থানীয়’রাও অনেক খুশি।

জান্নাত শারমিন সূচনা সরকারি কদম রসূল কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন ২০২২ ফেব্রুয়ারিতে। বর্তমান তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সোনারগাঁও সরকারি কলেজের ২০২২-২৩ সেশন অনার্স স্নাতক (সম্মান) ম্যানেজমেন্ট বিভাগের মেধাবী ছাত্রী।

উদ্দোক্তা হবার বিষয়ে তিনি বলেন, ব্যবসায় লাভের চেয়ে সন্তষ্টি, সততা বেশি গুরুত্বপূর্ণ। অনেক যত্ন ও সময় নিয়ে পন্য তৈরি করি আমি। শুরুটা আমার চার হাজার টাকা নিয়ে শুরু হয়েছিল। এখন প্রায় ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছি। জান্নাত শারমিন সূচনা প্রমান করলেন নারীরা কোন দিক থেকেই পিছিয়ে থাকার সময় নেই। চেষ্টা থাকলে যে কোন নারীই ব্যবসা বা কর্মক্ষেত্রে সফল হতে পারেন। তার মতে, কেউ যদি শতভাগ সততার সঙ্গে কাজ করে, সাফল্য তার মুঠোবন্দি হতে বাধ্য।