১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

৭৭৭ জন শিক্ষকের বেতন বন্ধ থাকায় লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন পলিটেকনিক শিক্ষকরা

প্রতিনিধির নাম

গতকাল সোমবার সকাল ১০.০০টা থেকে আগারগাঁও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-সংকট নিরসনে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) অধীনে নিয়োগ পেয়েছিলেন ৭৭৭ জন শিক্ষক। কিন্তু বেশ কিছু জটিলতার কারণে ৩৪ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। ফলে বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন ।
মানববন্ধন ও কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে আন্দোলনরত শিক্ষক মরিয়ম আক্তার বলেন,
আমাদের সকল নিয়ম মেনে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছিলো এবং আমরা আমাদের দায়িত্বও সঠিকভাবে পালন করেছি। কিন্তু রাজস্ব খাতের প্রক্রিয়া, প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষাসহ বিভিন্ন বিষয়ের কথা বলে গত ৩৪ মাস পর্যন্ত আমাদের বেতন বন্ধ রাখা হয়েছে। সর্বশেষ জেনেছি আমাদের ফাইলটি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে।

এসময় তিনি আরো বলেন, আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের অনেকে বেতন না হওয়ায় বাবা-মায়ের চিকিৎসা করাতে পারছেনা, সন্তানকে স্কুলে পাঠাতে পারছেনা।বাজার করাতে পারছে না।শিক্ষক কনা বলেন বর্তমানে তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আবার রোদে শুকাচ্ছে।অনেকজন ইতিমধ্যে অসুস্হ হয়ে পড়েছে।দীর্ঘ ৩৪ মাস বেতন না পাওয়ায় তাদের অনেক টাকা লোন হয়ে গেছে। পাওনাদাররা তাদের বাকী টাকার জন্য বিরক্ত করতেছে।তারা বলেন দোকানদাররা এবং বাড়ি ওয়ালারা তাদের ঘরভাড়া
ও বাকী টাকার জন্য প্রতিনিয়ত তাগাদা দিচ্ছে।

মানববন্ধন ও কর্মসূচির বিষয়ে তিনি বলেন,নায্য দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের মানববন্ধন ও শান্তিপূর্ণ কর্মসূচী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।

ট্যাগস :
আপডেট : ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
৮২ বার পড়া হয়েছে

৭৭৭ জন শিক্ষকের বেতন বন্ধ থাকায় লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন পলিটেকনিক শিক্ষকরা

আপডেট : ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

গতকাল সোমবার সকাল ১০.০০টা থেকে আগারগাঁও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-সংকট নিরসনে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) অধীনে নিয়োগ পেয়েছিলেন ৭৭৭ জন শিক্ষক। কিন্তু বেশ কিছু জটিলতার কারণে ৩৪ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। ফলে বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন ।
মানববন্ধন ও কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে আন্দোলনরত শিক্ষক মরিয়ম আক্তার বলেন,
আমাদের সকল নিয়ম মেনে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছিলো এবং আমরা আমাদের দায়িত্বও সঠিকভাবে পালন করেছি। কিন্তু রাজস্ব খাতের প্রক্রিয়া, প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষাসহ বিভিন্ন বিষয়ের কথা বলে গত ৩৪ মাস পর্যন্ত আমাদের বেতন বন্ধ রাখা হয়েছে। সর্বশেষ জেনেছি আমাদের ফাইলটি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে।

এসময় তিনি আরো বলেন, আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের অনেকে বেতন না হওয়ায় বাবা-মায়ের চিকিৎসা করাতে পারছেনা, সন্তানকে স্কুলে পাঠাতে পারছেনা।বাজার করাতে পারছে না।শিক্ষক কনা বলেন বর্তমানে তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আবার রোদে শুকাচ্ছে।অনেকজন ইতিমধ্যে অসুস্হ হয়ে পড়েছে।দীর্ঘ ৩৪ মাস বেতন না পাওয়ায় তাদের অনেক টাকা লোন হয়ে গেছে। পাওনাদাররা তাদের বাকী টাকার জন্য বিরক্ত করতেছে।তারা বলেন দোকানদাররা এবং বাড়ি ওয়ালারা তাদের ঘরভাড়া
ও বাকী টাকার জন্য প্রতিনিয়ত তাগাদা দিচ্ছে।

মানববন্ধন ও কর্মসূচির বিষয়ে তিনি বলেন,নায্য দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের মানববন্ধন ও শান্তিপূর্ণ কর্মসূচী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।