০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

কবিতা

প্রতিনিধির নাম

আমি ভাল আছি
সুকান্তা মৈত্রেয়ী

ট্রেনের বগির মতো
কবিতারা ছুটে যায়
স্নান ঘরের জল পড়ার শব্দ
কুকুরটা বেশ কান পেতে শোনে
বৃষ্টি পড়লে ঝুমঝুম শব্দে
রাসায়নিক সিমেন্টও
তাল পেয়ে বসে
সরকারি কর্মচারী, সৎ হলে
গর্দান যায়, তার আগে
যায় বয়স-রসকষ।

ত্রিশে চাকরি,
প্রথম মাইনেতে কুকুর ছানাটি
ওর জন্য যাবতীয় আয়োজন
সরকারি অফিসারের সুখ
কেউ দেখে নি কখনো
কানাঘুষা শুনেছে মাত্র
আমি ভাল আছি
ছানাটার নাম ভাল না তেমন
তবুও ওর পছন্দ
দরজার ফাঁকে দুপুরে উপোস
রাতে মনিবের হাতে ব্রতভঙ্গ।

আমার বেসুরো গান
ঘামের শরীর, নিয়মের জীবন
ওর পছন্দ।

সবাই বলছে ভাল চাকরি
বিয়েটা এবার করো
তুমি বলেছিলে আমায় নিয়ে
সুখী হবে না কখনো।

মানবিক সংসার চুলোয় যাক
পাশবিক সংসারে আমি সুখী
তোমার মানুষ আছে কেমন
আমার পশুর দেখাদেখি।

ট্যাগস :
আপডেট : ০৪:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
১০৫ বার পড়া হয়েছে

কবিতা

আপডেট : ০৪:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

আমি ভাল আছি
সুকান্তা মৈত্রেয়ী

ট্রেনের বগির মতো
কবিতারা ছুটে যায়
স্নান ঘরের জল পড়ার শব্দ
কুকুরটা বেশ কান পেতে শোনে
বৃষ্টি পড়লে ঝুমঝুম শব্দে
রাসায়নিক সিমেন্টও
তাল পেয়ে বসে
সরকারি কর্মচারী, সৎ হলে
গর্দান যায়, তার আগে
যায় বয়স-রসকষ।

ত্রিশে চাকরি,
প্রথম মাইনেতে কুকুর ছানাটি
ওর জন্য যাবতীয় আয়োজন
সরকারি অফিসারের সুখ
কেউ দেখে নি কখনো
কানাঘুষা শুনেছে মাত্র
আমি ভাল আছি
ছানাটার নাম ভাল না তেমন
তবুও ওর পছন্দ
দরজার ফাঁকে দুপুরে উপোস
রাতে মনিবের হাতে ব্রতভঙ্গ।

আমার বেসুরো গান
ঘামের শরীর, নিয়মের জীবন
ওর পছন্দ।

সবাই বলছে ভাল চাকরি
বিয়েটা এবার করো
তুমি বলেছিলে আমায় নিয়ে
সুখী হবে না কখনো।

মানবিক সংসার চুলোয় যাক
পাশবিক সংসারে আমি সুখী
তোমার মানুষ আছে কেমন
আমার পশুর দেখাদেখি।